CU 1st Semester History Honours Short Questions Suggestion | CC1 Suggestion


Cu 1st Semester History Honours CC1 Suggestion 2022 | CU History Honours Suggestion 2022 | CU History Honours CC1 Suggestion | CC1 Suggestion 2022 | Calcutta University History Honours Syllabus | History Honours 1st Semester Suggestion | Calcutta University History Honours Questions Paper 2022 | CU CC1 Questions Paper 2022


১. ' ভারত ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন পুরাণে ?

উঃ বিষ্ণুপুরাণে ।


২. ‘ অল - হিন্দ ' কথার অর্থ কী ?

উঃ সিন্ধু নদের ওপারের অঞ্চল। 


৩. কোন নদীর নাম থেকে ভারতের নাম ‘ হিন্দুস্তান ' হয়েছে ?

উঃ সিন্ধু নদের নাম থেকে । 


৪. ‘ বুদ্ধচরিত ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উঃ অশ্বঘোষ ।

 

৫. কারা ভারতবর্ষের নাম ‘ হিন্দুস্তান ' দিয়েছিলেন ?

উঃ পারসিকরা


৬. কোন্ পারসিক সম্রাট সিন্ধু অঞ্চলকে ‘ হিন্দু ’ বলেন ?

উঃ দরায়ুস ।


৭. ভারতকে কে ‘ নৃতত্ত্বের জাদুঘর ' বলে অভিহিত করেছেন?

উঃ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ।


৮. ‘ সারিপুত্র প্রকরণ ” গ্রন্থটি কে রচনা করেন ?

উঃ অশ্বঘোষ ।


৯. আর্যরা কোন জাতির বংশধর ?

উঃ নর্ডিক জাতি ।


১০. আর্যরা কোথায় প্রথম বসতি গড়ে তুলেছিল? 

উঃ উত্তর - পশ্চিম ভারতের সপ্তসিন্ধু অঞ্চলে ।

 

১১. ভারতের রাজপুত জাতি কোন্ জাতির বংশধর ?

উঃ হুন জাতির ।


১২. ‘ দায়ভাগ গ্রন্থটির রচয়িতা কে ? 

উঃ জীমূতবাহন । 


১৩. পুরাণ সাহিত্যের সংখ্যা কত ?

উঃ ১৮ টি ।


১৪. কাকে ইতিহাসের জনক ' বলা হয় ?

উঃ হেরোডোটাসকে ।


১৫. ' বিক্রমাঙ্কদেবচরিত ' কার রচনা ? 

উঃ বিলহন - এর । 


১৬. ‘ অর্থশাস্ত্র ’ গ্রন্থটি কার রচনা ?

উঃ কৌটিল্যের ।


১৭. ' অষ্টাধ্যায়ী ’ কার রচনা ? 

উঃ পাণিনি । 


১৮. ‘ দশকুমারচরিত ’ - এর রচয়িতা কে ? 

উঃ দণ্ডিন । 


১৯. ' স্বপ্নবাসবদত্তা ' নাটকটি কে রচনা করেন ? উঃ ভাস । 


২০. পঞ্চতন্ত্র গ্রন্থের লেখক কে ? 

উঃ বিষ্ণুশর্মা । 


২১. ফা - হিয়েন কার আমলে ভারতে আসেন ? উঃ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে । 


২২. ফা - হিয়েনের বিবরণীটির নাম কী ? 

উঃ ফো - কুয়ো - কি । 


২৩. ' দেবীচন্দ্রগুপ্তম্ ' কে রচনা করেন ? 

উঃ বিশাখদত্ত ।


২৪. ‘ ইন্ডিকা ' গ্রন্থটি কে রচনা করেন ? 

উঃ মেগাস্থিনিস ।


২৫. বাণভট কার সভাকবি ছিলেন ? 

উঃ হর্ষবর্ধনের ।


Download Question- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×