রাজ্যে পাঞ্জাব ব্যাংকে গ্রুপ ডি কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন। | WB PNB Recruitment

 


PNB Recruitment 2022 | Group D Recruitment

রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে আপনাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টের জন্য কিভাবে আবেদন করবেন? আবেদন করতে গেলে কী কী লাগবে সমস্তকিছু বিস্তারিত জানার জন্য এই পোস্টটি পড়তে থাকুন।


পোস্টের নাম (Post name) - পিওন (Peon)।

শূন্যপদের সংখ্যা- ০৮ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে ইংরেজি ভাষায় লেখা ও পড়ার জ্ঞান থাকতে হবে।

বেতন কাঠামো- প্রার্থীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৪,৫০০ টাকা।

বয়স সীমা- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৪ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স হিসেব করবেন ০১.০১.২০২ অনুযায়ী।


আবেদন প্রক্রিয়া- যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অফলাইনে। এরজন্য একটি নির্দিষ্ট বয়ানে আবেদন ফর্ম পূরণ করে অ্যাপ্লাই করতে হবে।


১. প্রার্থীকে প্রথমে নিজের একটি বায়োডাটা তৈরি করতে হবে। বায়ো ডাটাতে প্রার্থীর নিজের নাম, বাবার নাম সহ নিজের শিক্ষাগত যোগ্যতা সমস্তকিছু সঠিকভাবে দিতে হবে।

২. এরপর বায়োডাটার সাথে নিজের সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে। (কোনো ব্যাক্তিগত কুরিয়ার বা ডাক মাধ্যম গ্রহণ করা হবে না।)


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Circle head, Punjab National Bank, Murshidabad circle office, 26/11, Sohid Surjyasen Rd, Post office- Berhampur, Dist- Murshidabad, Pin- 742101


নিয়োগ প্রক্রিয়া- প্রার্থীদের নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের উপর ভিত্তি করে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস- 

বায়োডাটার সাথে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন- 

১. বয়সের প্রমাণপত্র।

২. পাসপোর্ট সাইজ ফটো।(৪ টি)

৩. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।

৪. স্কুল লিভিং সার্টিফিকেট।

৫. আঁধার কার্ড।

৬. ভোটার কার্ড।

৭. প্যান কার্ড।

৮. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড।

৯. ক্যারেক্টার সার্টিফিকেট।

১০. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।


নিয়োগ স্থান- রাজ্যের মুর্শিদাবাদ জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেলে।

আবেদনের শেষ তারিখ- ২০ জুন, ২০২২। অর্থাৎ এই তারিখের আগে আবেদনপত্রটি পৌঁছে যেতে হবে।


অফিসিয়াল নোটিশ- Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×