ছাপার কারখানায় কর্মী নিয়োগ। বেতন প্রতি মাসে ২১ হাজার টাকা।


ছাপার কারখানায় কর্মী নিয়োগ। বেতন প্রতি মাসে ২১ হাজার টাকা।  

 রাজ্যের ছাপার কারখানায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে গ্রুপ সি পদে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে গেলে কী কী লাগবে সমস্তকিছু বিস্তারিত জানার জন্য এই পোস্টটি পড়তে থাকুন।


১. পদের নাম- জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ০৪ টি।

বয়স সীমা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৮ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন কাঠামো- ২১,৫৪০ - ৭৭,১৬০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- ৫৫% নম্বর নিয়ে যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে কম্পিউটারে টাইপিং স্পীড থাকতে হবে ইংরেজিতে ৪০ টি শব্দ এবং হিন্দিতে ৩০ টি শব্দ প্রতি মিনিটে।


২. পদের নাম- Engraver।

শূন্যপদ- ০৩ টি।

বয়স সীমা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৮ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন কাঠামো- ২৩,৯১০ - ৮৫,৫৭০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে হবে ৫৫% নম্বর নিয়ে। সাবজেক্ট হিসেবে থাকতে হবে Sculpture/Metal।


আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। এর জন্য www.igmkolkata.spmcil.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।


নিয়োগ প্রক্রিয়া- অনলাইন বেসড পরীক্ষা এবং কম্পিউটার টাইপিং সর্বশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পরীক্ষার সিলেবাস- 

১. General Awareness

২. Mathematics

৩. General English

৪. Logical Reasoning


আবেদনের শেষ তারিখ- ৭ জুন, ২০২২।


প্রয়োজনীয় ডকুমেন্টস- ফর্ম ফিলাপ এর সময় যে সমস্ত ডকুমেন্টস সাথে রাখবেন -

১. বয়সের প্রমাণপত্র।

২. মাধ্যমিকের অ্যাডমিড।

৩. নিজের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৪. পাসপোর্ট সাইজ ফটো।

৫. প্যান কার্ড যদি থাকে।


অফিসিয়াল নোটিশ- Click Here

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

আবেদন লিংক- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×