রাজ্যে মাধ্যমিক পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ। ২৩ জেলা থেকেই আবেদন করতে পারবেন


10 th Pass Job Vacancy | Group D Recruitment

চাকরি প্রার্থীদের জন্য আরও একটি সুখবর। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি করা হবে Army Headquarter Bengal Sub area এবং Headquarter Eastern Command থেকে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন।


১. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।

শূন্যপদ- ০৮ টি।

যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ এবং হিন্দির ক্ষেত্রে ৩০ টি শব্দ তোলার স্পীড থাকতে হবে।

২. পদের নাম- স্টেনোগ্রফার।

শূন্যপদ- ০৮ টি।

যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটারে প্রতি মিনিটে হিন্দি ও ইংরেজিতে ৮০ টি শব্দ তোলার স্পীড থাকতে হবে।

৩. পদের নাম- মেসেঞ্জার।

শূন্যপদ- ১৫ টি।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে।

৪. পদের নাম- ড্রাফটি।

শূন্যপদ- ০১ টি।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে।

৫. পদের নাম- সাফাইওয়ালা।

শূন্যপদ- ০৩ টি।

যোগ্যতা- মাধ্যমিক পাশ হলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে।

৬. পদের নাম- গার্ডেনার।

শূন্যপদ- ০২ টি। 

যোগ্যতা- এই পদটিতেও আবেদনের জন্য মাধ্যমিক পাশ হলেই হবে।

বয়স সীমা- উপরিউক্ত সমস্ত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৫ বছর।

আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশে থাকা আবেদন ফর্মটি পূরণ করে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- HQ Bengal sub area, 246 AJC, Bose road, Alipore, Kolkata- 700027

আবেদনের শেষ তারিখ- আবেদনপত্র জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ ফর্মে উল্লেখ নেই। তবে নোটিশ প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন ফর্ম পৌঁছাতে হবে বলে ফর্মে উল্লেখ রয়েছে।

অফিসিয়াল নোটিশ- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×