এবার থেকে পড়ুয়ারা একই সঙ্গে দুটি ভিন্ন ডিগ্রি অর্জন করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইউজিসি


এবার থেকে পড়ুয়ারা একই সঙ্গে দুটি ভিন্ন ডিগ্রি অর্জন করতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইউজিসি।

কলেজ হোক বা বিশ্ব বিদ্যালয় এবার একই সঙ্গে দুটি পৃথক বিষয় ভর্তির সুযোগ করে দিলো UGC। ইউজিসি এর তরফ থেকে বলা হয়েছে, যদি কোনো পড়ুয়া কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সের জন্য একই সঙ্গে অন্য কোনো জায়গায় ভর্তি হতে পারে। তবে দুটি পাঠক্রমের জন্য পড়ুয়ারা একটি নিয়মিত এবং একটি অনলাইনে ক্লাস করতে পারবেন।


এছাড়া UGC কর্ণধার জগদীশ কুমার জানান, পড়ুয়াদের অবশ্যই এ বিষয়ে নিশ্চিত করতে হবে যে, দুটি বিষয়ের পাঠক্রম যাতে একই না হয়। শুধু তাই নয় ইউনিভার্সিটি গ্রান্ড কমিশনের(UGC) অন্তর্গত দুটি ভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে পড়ুয়াদের।  


বেশ কয়েক বছর ধরেই উচ্চশিক্ষার জন্য একই সঙ্গে দ্বৈত ডিগ্রি কোর্সের ব্যাপারে আলোচনা করছিলেন UGC এর অধিকারিকগণ। গত মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি পড়ুয়াদের মধ্যে বেশ উচ্ছসিত করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×