Civik Volunteer Recruitment 2022 | Jobs in West Bengal
রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় এখানে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন? কত শূন্যপদ রয়েছে সমস্তকিছু খুঁটিনাটি জেনে নিন।
পোস্টের নাম- সিভিক ভলান্টিয়ার(Civik Volunteer)।
শূন্যপদ- ৩০ টি।
যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই সুস্থ ও সবল থাকতে হবে। এছাড়া এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কলকাতা পুলিশ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা- প্রার্থীর বয়স হতে হবে ২০ - ৬০ বছরের মধ্যে। বয়স হিসেব করবেন ০১.০১.২০২২ তারিখ অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া- সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট www.kolkatapolice.gov.in এখানে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সেটি প্রিন্ট করতে হবে। এরপর সেটি পূরণ করে একটি খামের ভেতর রেখে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে। খামের উপর লিখবেন Application for the post of Civik Volunteer।
আবেদনপত্র পৌঁছানোর ঠিকানা- The deputy commissioner of police, central division, Kolkata chairman, selection committee এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র জমা করে আসতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৬ এপ্রিল, ২০২২।
আবেদন ফর্ম- Click Here
অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
Tags
সরকারি চাকরি