BIS Recruitment 2022 | WB Govt Job News
রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য সুখবর! BIS এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে গ্রুপ সি, গ্রুপ বি সহ একাধিক পোস্ট রয়েছে। কিভাবে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।
পোস্টের নাম- Personal Asistant, Agriculture Supervisor, Stenographer, Technical Asistant laboratory etc
শূন্যপদ- ৪০০- এর অধিক শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- প্রকাশিত শর্ট নোটিফিকেশনে যোগ্যতা কত লাগবে বিস্তারিত দেওয়া হয়নি। তবে অনুমান করা হচ্ছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক , ITI বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হবে। কিছুদিনের মধ্যেই ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে।
আবেদন শুরু- আগামী ১৯ এপ্রিল, ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ- ০৯.০৫.২০২২।
বয়স সীমা- বিভিন্ন পোস্ট অনুযায়ী বয়স চাওয়া হয়েছে।
বেতন কাঠামো-
Group A পোস্টের জন্য- ৫৬,১০০ টাকা থেকে শুরু প্রতি মাসে।
Group B পোস্টের জন্য- ৩৫,৪০০ টাকা থেকে শুরু প্রতি মাসে।
Group C পোস্টের জন্য- ২৫,৫০০ টাকা থেকে শুরু প্রতি মাসে।
আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য https://www.bis.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল নোটিশ- Click Here
Tags
সরকারি চাকরি