DVC থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন


 DVC Recruitment 2022 | WB Govt Job News

DVC অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেখানে রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই আবেদন করা যাবে। বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তবে নিয়োগ করা হবে চুক্তভিত্তিক ভাবে। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।

১. পোস্টের নাম- Dental Surgeon।
শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- BDS এর সাথে সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন কাঠামো- ৮৩,৫০০ টাকা প্রতি মাসে।

২. পোস্টের নাম- Physiotherapist।
শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক  পাশ হতে হবে। সাথে ফিজিওথেরাপিস্ট নিয়ে ডিপ্লোমা পাস করে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো- ৩৮,৯০০ টাকা।

৩. পোস্টের নাম- Jr. Pharmacist Gr. II
শূন্যপদ- ১২ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। কিংবা স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট নিয়ে দুই বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বেতন কাঠামো- ২০,৫০০  টাকা প্রতি মাসে।

৪. পোস্টের নাম- জুনিয়র নার্সিং স্টাফ।
শূন্যপদ- ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। কিংবা জেনারেল নার্সিং নিয়ে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
বেতন কাঠামো- ২২,৬০৯ টাকা প্রতি মাসে।

৫. পোস্টের নাম- জুনিয়র ল্যাব টেকনিশিয়ান।
শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ কিংবা মেডিক্যাল ল্যাবরেটরি এর উপর ডিপ্লোমা পাশ থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো- ২২,৬০০ টাকা প্রতি মাসে।

৬. পোস্টের নাম- ল্যাব টেকনিশিয়ান কাম মিডিয়া মেকার।
শূন্যপদ- ৩ টি। 
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ কিংবা মেডিক্যাল ল্যাবরেটরি এর উপর ডিপ্লোমা পাশ থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো- ২২,৬০০ টাকা প্রতি মাসে।

৭. পোস্টের নাম- জুনিয়র এক্সরে টেকনিশিয়ান।
শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ কিংবা এক্সরে টেকনিশিয়ান রেডিওগ্রাফিতে এর উপর ডিপ্লোমা পাশ থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো- ২২,৬০০ টাকা প্রতি মাসে।

৮. পোস্টের নাম- জুনিয়র কেমিস্ট ( Public health)।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- কেমিস্ট্রি নিয়ে স্নাতক পাশ করতে হবে। সাথে ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন কাঠামো- ৩৮,৯০০ টাকা প্রতি মাসে।

৯. পোস্টের নাম- junior multi purpose health worker।
শূন্যপদ- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া পাবলিক হেলথ নিয়ে ট্রেনিং করে থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন কাঠামো- ২০,৫০০ টাকা প্রতি মাসে।

১০. পোস্টের নাম- জুনিয়র হেলথ ইন্সপেক্টর।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাইন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ। কিংবা হেলথ ইন্সপেক্টর পদে ডিপ্লোমা পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা- উপরিউক্ত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- সরাসরি অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য DVC এর অফিসিয়াল ওয়েবসাইটে https://www.dvc.gov.in - এ গিয়ে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ- ২২ এপ্রিল, ২০২২।

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিশ- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×