রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ডিপ্লোমা পাশে আবেদন করুন


রাজ্যে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। ডিপ্লোমা পাশে আবেদন করুন।

SAMEERA ( Society for Applied Microwave Electronics Engineering & Research) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।

১. পোস্টের নাম- Technician-A।

শূন্যপদ- ০২ টি।

Discipline- ফিটার ও মেসিনেস্ট।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।

বেতন- ১৫,১০০ টাকা প্রতি মাসে।

বয়স- প্রার্থীকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


২. পোস্টের নাম- Technician-A।

শূন্যপদ- ০২ টি

Discipline- Electronics / Electronics Mechanics।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।

বেতন- ১৫,১০০ টাকা প্রতি মাসে।

বয়স- প্রার্থীকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


৩. পোস্টের নাম- Technician-A।

শূন্যপদ- ০২ টি।

Discipline- Mechanical।

শিক্ষাগত যোগ্যতা- মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর উপর ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

বেতন- ১৭,০০০ টাকা প্রতি মাসে।

বয়স- প্রার্থীকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


৪. পোস্টের নাম- Project Technician - B।

শূন্যপদ- ০১ টি।

Discipline- Mechanical (Fitter)। 

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে। সাথে ৫ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন- ১৯,১০০ টাকা প্রতি মাসে।

বয়স- প্রার্থীকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।


৫. পোস্টের নাম- Research Scientist।

শূন্যপদ- ০৬ টি।

Discipline- Electronics / Communication / Telecommunication।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডে BE/B.Tech/M.Tech পাশ করে থাকতে হবে।

বেতন- ৩০,০০০ টাকা প্রতি মাসে।

বয়স- প্রার্থীকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


৬. পোস্টের নাম- Project Technician - A।

শূন্যপদ- ০২ টি।

Discipline- Electronics / Communication / Telecommunication।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ট্রেডগুলিতে ৩ বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বেতন- ১৭,০০০ টাকা প্রতি মাসে।

বয়স- প্রার্থীকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য prescribed ফরম্যাটে একটি ফর্ম পূরণ করে নিজের যাবতীয় ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করতে হবে এরপর সেটি নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে। ফর্মের ফরম্যাটটি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

আবেদনপত্র পৌঁছাতে হবে ২৯.০৪.২০২২ তারিখের মধ্যে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- HEAD ACCOUNTS & ADMINISTRATION

SOCIETY FOR APPLIED MICROWAVE ELECTRONICS ENGINEERING AND RESEARCH PLOT – L2, BLOCK – GP, SECTOR – V, SALT LAKE ELECTRONICS COMPLEX KOLKATA – 700091, Ph: 033 2357 4875 / 4894 , Email: hrd@mmw.sameer.gov.in।

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

অফিসিয়াল নোটিশ- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×