মাধ্যমিক ইতিহাস সাজেশন 2024 | Madhyamik History Suggestion 2024

 মাধ্যমিক ইতিহাস বড় প্রশ্ন | Madhyamik History Long Question Suggestion

আজকের আলোচনায় আমরা দশম শ্রেণীর ইতিহাস সাজেশন দেবো। যেটি আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা থেকে যে ৪ নম্বরের বড় প্রশ্নগুলি পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো। প্রতি সপ্তাহে আমাদের ওয়েবসাইটে মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের সাজেশন ও প্রশ্ন পোস্ট করা হবে। তাই প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।


দশম শ্রেণী ইতিহাস সাজেশন | দশম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায়

প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা
 [প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর ]

১. টীকা লেখো: নিম্নবর্গীয় ইতিহাসচর্চা।

২. খেলাধুলা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করে?
               অথবা
টীকা লেখো: খেলাধুলার ইতিহাসচর্চা।

৩. আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সরকারি নথিপত্রগুলি কিভাবে সহায়তা করে?

৪. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো।

৫. নারী ইতিহাসচর্চা সম্পর্কে টীকা লেখো।

৬. আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে সত্তর বৎসর/জীবনের ঝরাপাতা/জীবনস্মৃতি গ্রন্থের গুরুত্ব।

[ প্রশ্নের উত্তর সংক্রান্ত কোনো সাহায্য চাইলে 8016425058 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ]

দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দেখে নিন - CLICK HERE

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×