CISF- এ কনস্টেবল নিয়োগ | উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন | CISF Recruitment 2022
বেকার যুবক যুবতীদের জন্য আরও একটি সুখবর। CISF এর পক্ষ থেকে হেড কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
পদের নাম- CISF GD Head Constable।
শূন্যপদ- ২৪৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে রাজ্য/জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে Sports বা Athletics- এ অংশগ্রহণ করে থাকতে হবে।
বেতন কাঠামো- ২৫,৫০০ - ৮১,১০০ টাকা প্রতি মাসে।
বয়স- ১৮ - ২৩ বছর।
আবেদন পদ্ধতি- সরাসরি অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনে ১৯ নং পাতায় একটি ফর্ম দেওয়া রয়েছে সেটি পূরণ করে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে নির্ধারিত ঠিকানায় ফর্মটি পৌঁছাবেন সেটির ঠিকানা অফিসিয়াল নোটিশের ১১ নং পাতায় রয়েছে।
অফিসিয়াল নোটিশ- Download
Tags
সরকারি চাকরি