SSC এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | শূন্যপদ ৫,০০০। SSC Recruitment 2022


SSC Recruitment 2022 | SSC New Recruitment | SSC New Vacancy Update

আরও একটি সুখবর। প্রায় ৫,০০০ এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগ করা হবে SSC এর তরফ থেকে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। 


পোস্টের নাম- MTS বা মাল্টি টাস্কিং স্টাফ (Non Technical)।

শূন্যপদ- প্রায় ৫,০০০ এর বেশি। ( অফিসিয়াল নোটিশে এখনও শূন্যপদ প্রকাশ করা হয়নি। তবে বিগত বছরের শূন্যপদের উপর নির্ভর করে বলা হচ্ছে)

পদের নাম- হাবিলদার।

শূন্যপদ- ৩,৬০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীরা মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন।

বয়স সীমা- ১৮ - ২৭ বছর। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

আবেদন ফি- জেনারেল এবং OBC প্রার্থীদের আবেদন ফি লাগবে ১০০ টাকা। বাকি মহিলা, SC, ST এবং অন্যান্য প্রার্থীদের আবেদন ফি লাগবেনা।

আবেদনের শেষ তারিখ- ৩০.০৪.২০২২।


অফিসিয়াল নোটিশ- ডাউনলোড

আবেদন লিংক- Click Here।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×