একাধিক সংস্থা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করছে। আপনিও পেতে পারেন

Aditya Birla Scholarship | JN Tata Endowment Loan Scholarship 2022 23

বিভিন্ন বেসরকারি কোম্পানি ও সংস্থার তরফ থেকে স্কলারশিপ প্রদান করা হবে। যেখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে স্নাতক কোর্স পাশ ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন। স্কলারশিপ পাওয়ার জন্য কি কি করতে হবে? কিভাবে আবেদন করবেন সমস্তকিছু বিস্তারিত জানতে পারবেন। 

১. আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ প্রোগ্রাম:

করোনা ভাইরাসের মহামারীতে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মৃত্যু হয়েছে তাদের জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপটি দিচ্ছে Aditya Birla Capital Limited।

কারা আবেদন করতে পারবেন- 
প্রথম শ্রেণী থেকে স্নাতক স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

স্কলারশিপ- সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া- সম্পূর্ন অনলাইনে আবেদন করতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা ABCC1। আবেদনের ওয়েবসাইটটি হলো www.b4s.in/karma/ABCC1 । 



2. কোভিড ক্রাইসিস সাপোর্ট স্কলারশিপ প্রোগ্রাম:

যে সমস্ত পড়ুয়ারা করোনা পরিস্থিতির কারণে পড়াশোনা চালাতে পারছেন না তাদের জন্য এই স্কলারশিপ। এটি প্রদান করছে Buddy4study India Foundation। করোনা ভাইরাসের জেরে যদি পড়ুয়ার পিতা মাতার মৃত্যু কিংবা কাজ হারিয়ে গেছে এমন ছাত্র-ছাত্রীগণ এই স্কলারশিপ পাবেন।

কারা আবেদন করতে পারবেন- 
প্রথম শ্রেণী থেকে স্নাতক স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

স্কলারশিপ- সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া-
অনলাইনে আবেদন করতে হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ওয়েবসাইট হলো www.b4s.in/karma/CCSP1 । 


3. জে এন টাটা এনডাওমেন্ট লোন স্কলারশিপ:

বিদেশের উচ্চশিক্ষা পড়াশুনা করতে ইচ্ছুক এমন পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ। এটি প্রদান করবে JN Tata Endowment   Organisation

কারা আবেদন করতে পারবেন- ৬০% নম্বর নিয়ে স্নাতক পাশ করেছেন এমন ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। 

স্কলারশিপ- সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া- অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইট হলো www.b4s.in/karma/JNT1। ২১ মার্চ আবেদনের শেষ তারিখ।


4. কৃতি ফেলোশিপ:

হাইফেন এর তরফ থেকে মোট ২৫ জন শিল্পীকে এই স্কলারশিপ প্রদান করা হবে। সমাজে পরিবর্তন আনতে আগ্রহী এবং যারা  উই কেয়ার এবং ডিসকভারি ভিলেজের সঙ্গে যৌথভাবে থাকা শিল্পীরা এই স্কলারশিপ পাবেন।

কারা আবেদন করতে পারবেন- স্নাতক কোর্স পাশ কিংবা স্নাতক কোর্সের ফাইনাল বছরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন।

স্কলারশিপ- সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া-
অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ওয়েবসাইটটি হলো www.b4s.in/karma/KRF। আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×