Indian Railway Recruitment 2022 | Railway Recruitment 2022
বাংলার বেকার যুবক যুবতীদের জন্য খুশির খবর। অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রায় ৩০,০০০ এর বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যেখানে টেকনিশিয়ান এবং ALP বা লোকো পাইলট পদে নিয়োগ করা হবে।
নীচে অফিসিয়াল নোটিশ দেওয়া রয়েছে সেটি ডাউনলোড করে আরও বিস্তারিত জানতে পারবেন।
শূন্যপদের সংখ্যা-
হিসেব অনুযায়ী প্রায় ২৯,৫০০ টির ও বেশি শূন্যপদ থাকবে ALP বা লোকো পাইলট পদের জন্য। এছাড়া টেকনিশিয়ানদের জন্য আলাদা শূন্যপদ থাকবে।
বিভিন্ন জোন অনুসারে শূন্যপদের ভাগ করা হবে। যেখানে পশ্চিমবঙ্গের জন্যও অনেক পদ থাকবে। নীচে শূন্যপদের শ্রেণীবিভাগ কেমন হবে তা ডাউনলোড করে সরাসরি দেখতে পারেন।
পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ কতো হবে তা জানার জন্য ডাউনলোড করুন- CLICK HERE
শিক্ষাগত যোগ্যতা-
বিভিন্ন যোগ্যতায় প্রার্থীদের নিয়োগ করা হবে। যেখানে মাধ্যমিক পাশ, ITI এবং গ্র্যাজুয়েশন পাশ বিভিন্ন যোগ্যতা থাকতে চলেছে।
বয়স- ১৮ - ২৮ বছরের মধ্যে যেসব প্রার্থীদের বয়স তারা আবেদন করতে পারবেন। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
অফিসিয়াল নোটিশ লিঙ্ক-
https://www.pdfdrive.com/download.pdf?id=201207231&h=bb06b2cc4f52c180419529ff0f29a85d&u=10425465
রেলওয়ে বোর্ড সূত্রে খবর খুব দ্রুতই এর আবেদনের জন্য নোটিশ বেরোতে চলেছে। তাই যেসমস্ত প্রার্থীরা রেলের চাকরি করতে চান তারা জোরকদমে প্রস্তুতি শুরু করে দিন।