পশ্চিমবঙ্গের DM অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ। মাইনে ১৫,০০০ টাকা।
পশ্চিমবঙ্গের DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবে? শিক্ষাগত যোগ্যতা কত সমস্তকিছু জানবো এই পোস্টের মাধ্যমে
১. পদের নাম- অ্যাকাউন্ট্যান্ট।
শূন্যপদ- ০৩ টি।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ৪০ বছরের মধ্যে। অবশ্যই ০১.০১.২০২২ এই তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- কমার্স শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে। সাথে কম্পিউটারে MS Office (MS Word, MS Powerpoint, MS Excel) সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বেতন- এই পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫,০০০ টাকা।
চাকরির খবরঃ ইন্টারভিউয়ের মাধ্যমেই সরাসরি চাকরির সুযোগ
২. পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদ- ১৬ টি।
বয়স- প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ৪০ বছরের মধ্যে। অবশ্যই ০১.০১.২০২২ এই তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ করলেই এই পদের জন্য আবেদন করা যাবে। সাথে কম্পিউটারে (MS Word, MS Powerpoint, MS Excel) সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অবশ্যই মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- এই পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ১১,০০০ টাকা।
আবেদন পদ্ধতি- আবেদন করা যাবে অনলাইনে। এর জন্য http://north24parganas.gov.in/news এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। জব লোকেশন হবে দক্ষিণ ২৪ পরগনার DM অফিসে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ রয়েছে
অফিসিয়াল নোটিফিকেশন-
file:///C:/Users/USER/Downloads/144%20Rup%20N24P_0001.pdf