রাজ্যে বিজ্ঞান ভবনে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ। যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ

রাজ্যে বিজ্ঞান ভবনে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ। যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।

রাজ্যে বিজ্ঞান ভবনে স্থায়ী সরকারি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি করা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেনোলজিকাল মিউজিয়াম এর তরফ থেকে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থী এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে? শিক্ষাগত যোগ্যতা কত সমস্তকিছু জানবো এই পোস্টের মাধ্যমে।

১. পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ০২ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটারে মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন কাঠামো-  ১৯,৯০০ - ৬৩,২০০ টাকা প্রতি মাসে।


২. পদের নাম- এডুকেশন অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ০১ টি (EWS)।

শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্সের উপরে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে কম্বাইন্ড সাবজেক্ট হিসেবে থাকতে হবে কেমিস্ট্রি, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, জিওলজি এই বিষয়গুলির মধ্যে যেকোনো দুটি।

বেতন কাঠামো- ২৯,২০০ - ৯২, ৩০০ টাকা প্রতি মাসে।

৩. পদের নাম- এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ- ০১ টি (OBC)।

শিক্ষাগত যোগ্যতা- ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে Visual arts/Fine arts/Commercial Arts এর উপর।

বেতন কাঠামো- ২৯,২০০ - ৯২, ৩০০ টাকা প্রতি মাসে।

৪. পদের নাম - (a). টেকনিশিয়ান(ফিটিং)। (b). টেকনিশিয়ান(কার্পেন্টেরি)। (c). টেকনিশিয়ান(ইলেকট্রিক্যাল)। সবগুলি পোস্ট সংরক্ষিত আছে EWS প্রার্থীদের জন্য।

মোট শূন্যপদ- ০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ থাকতে হবে। সঙ্গে নির্ধারিত ট্রেডে ITI পাশ করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করা যাবে। এছাড়া প্রার্থীর অবশ্যই কাজে অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়স সীমা-  অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৫ বছরের মধ্যে। 
বাকি পোস্টগুলিতে আবেদন করতে গেলে ১৮ - ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- 
আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনে। এর জন্য www.bitm.gov.in/recruitment. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে ৩১ জানুয়ারি, ২০২২।

আবেদন মুল্য- 
UR/OBC/SC/SR প্রার্থীদের জন্য আবেদন মূল্য চাওয়া হয়েছে ২০০ টাকা। মহিলা প্রার্থী বা PWD প্রার্থী হয়ে থাকলে কোনো আবেদন ফি লাগবে না। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পারেন।

অফিসিয়াল নোটিফিকেশন-
file:///C:/Users/USER/Downloads/Adv-01-2022.pdf


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×