BECIL সুপারভাইজার পদে কর্মী নিয়োগ। মাইনে- ৩০,০০০ টাকা




BECIL Recruitment  2022 | BECIL Recruitment

BECIL এর তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করা যাবে। কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত? সমস্তকিছু জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। 

১. পদের নাম- ইনভেস্টিগেটর (Investigator)।

শূন্যপদ- ৩৫০ টি।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী পাস করতে হবে। সাথে কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।

বয়স-  ১৮ - ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো- প্রতি মাসে ২৪,০০০ টাকা বেতন দেওয়া হবে।


২. পদের নাম- সুপারভাইজার (Supervisor)।

শূন্যপদ- ১৫০ টি।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী পাস করতে হবে। সাথে কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়া স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।

বয়স- ১৮ - ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন কাঠামো- প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া-

আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনে একটি ফর্ম দেওয়া রয়েছে। সেটি পূরণ করে পিডিএফ ফাইল করে মেইল করে দিতে হবে। নীচে ইমেল দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি, ২০২২।

অফিশিয়াল নোটিশ- 

https://www.pdfdrive.com/download.pdf?id=201213041&h=e76fc92927bc183d39a7871a1836e55f&u=10425465

ইমেইল- 

projecthr@becil.com

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×