রাজ্যে প্রাইমারি শিক্ষক এর শূন্যপদে নিয়গের বিজ্ঞপ্তি জারি!
নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রাইমারি স্কুল এর তরফ থেকে। নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন আজকেই।
শূন্যপদ:
প্রাইমারি টিচার (PRT)
পোস্ট গ্যাজুয়েট টিচার (PGT)
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (TGT)
কম্পিউটার ইনস্ট্রাক্টর
ভোকেশনাল ইনস্ট্রাক্টর
যোগা টিচার
ডক্টর
নার্স
এডুকেশনাল কাউন্সিলর
শিক্ষাগত যোগ্যতা:
প্রাইমারি টিচার (PRT)- 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং D. El. Ed পাশ করে থাকতে হবে।
পোস্ট গ্যাজুয়েট টিচার (PGT)- (ইংরেজি, হিন্দী, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, অংক, কম্পিউটার সাইন্স, ইতিহাস, ভূগোল, অর্থনীতি বিদ্যা, কমার্স, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত) 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই B. Ed এবং CTET কোয়ালিফাই করতে হবে।
ট্রেন্ড গ্রাজুয়েট টিচার (TGT)- (ইংরেজি, হিন্দি, সংস্কৃত, বিজ্ঞান, অংক, সমাজবিদ্যা) 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাশ করতে হবে এবং প্রার্থীকে অবশ্যই B. Ed এবং CTET কোয়ালিফাই করতে হবে।
কম্পিউটার ইনস্ট্রাক্টর- B.Ed/B.Tech in Computer Science or BCA/MCA/M.Sc or IT Graduate হতে হবে।
ভোকেশনাল ইনস্ট্রাক্টর- কন্সার্ন এরিয়া নিয়ে ডিগ্রী অথবা ডিপ্লোমা করে থাকতে হবে
যোগা টিচার- যেকোনো বিষয়ে Gaduate হতে হবে।
ডক্টর- MBBS করে থাকতে হবে।
নার্স- Diploma in Nurshing
এডুকেশনাল কাউন্সিলর- M.Sc?B.Sc + Diploma
বয়স:
বয়স হতে হবে 18-65 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
ইমেইল করে আবেদন করতে হবে। আবেদনের জন্য কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন করার জন্য আবেদন ফরম টি ডাউনলোড করে পূরণ করে তার সঙ্গে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এডমিট, রেজাল্ট এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করেন একটি ইমেইল পাঠাতে হবে। email- kv1shaporeprincipal@gmail.com। email এর subject এ লিখতে হবে for the post of - <যে পদের জন্য আবেদন করবেন>। ইন্টারভিউ এর দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ইন্টারভিউ তারিখ 01/02/ 2022 ও 02/02/2022 সকাল 8টা থেকে।
ইন্টারভিউ স্থান:
Kendriya Vidyalaya – No. 1 Ishapore No. 4 , The Park, Ichhapur Defence Estate, P.O. Ichapur, The Park, Sastitala, Ichhapur Defence Estate, Nawabganj, West Bengal 743144
Download Notification-
https://no1ishapore.kvs.ac.in/sites/default/files/Mainfile.pdf
Apply Now-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdagyiptaxmQVNoOQ_dWjMRU6g9LeyM9T7UmIYs_t0uN0aw2A/viewform