UPSC- র মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি। শূন্যপদ ৪০০ টি

UPSC- র মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি। শূন্যপদ ৪০০ টি।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC আপনার জন্য নিয়ে এসেছে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি। NDA এবং NA(I) পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটি করা হবে। কিভাবে আবেদন করবেন? বয়স ও শিক্ষাগত যোগ্যতা কত লাগবে? এই সমস্তকিছু জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে।


শূন্যপদ-

মোট শূন্যপদ রয়েছে ৪০০ টি। যার মধ্যে NDA এর মাধ্যমে Army- র জন্য রয়েছে ২০৮ টি, Navy - ৪২ টি, Air force - ৯২ টি।


NA বা Naval academy- র জন্য রয়েছে ৩০ টি শূন্যপদ।


চাকরির খবর: মাধ্যমিক পাশ যোগ্যতায় কৃষি দপ্তরে নিয়োগ 


শিক্ষাগত যোগ্যতা-

১. Army wings NDA এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বাদশ শ্রেণী পাশ। অর্থাৎ স্বীকৃত কোনো বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পোস্টের জন্য আবেদন করা যাবে।


২. Air force, Naval wings NDA এবং NA এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে। এবং অবশ্যই অঙ্ক এবং ফিজিক্স সাবজেক্ট নিয়ে পাশ করতে হবে।


বয়স-

২ জুলাই ২০০৩ থেকে ১ জুলাই ২০০৬ এর মধ্যে যাদের জন্মতারিখ রয়েছে তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ সহজ করে বললে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ বছর ৬ মাস থেকে ১৮ বছর ৬ মাসের মধ্যে।


আবেদন পদ্ধতি-

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীগণ আবেদন করতে পারেন

www.upsc.gov.in অথবা upsconline.nic.in এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ২২ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ রয়েছে ১১ জানুয়ারি ২০২২।


আবেদন মূল্য- 

Gen/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST ক্যাটাগরীর প্রার্থী হয়ে থাকলে কোনো আবেদন ফি লাগবে না।


প্রার্থী নির্বাচন পদ্ধতি-

লিখিত পরীক্ষা, SSB টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


অফিসিয়াল নোটিফিকেশন-

https://drive.google.com/file/d/18r_G30VPepGOthXxP6VxMvHAE_NCLLgO/view?usp=drivesdk

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×