পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকগুলিতে ক্লার্ক পদে নিয়োগ। আবেদন করতে পারবেন রাজ্যের সকল জেলার প্রার্থী।
পশ্চিমবঙ্গের বিভিন্ন সমবায় ব্যাংকগুলোতে ক্লার্ক, সুপারভাইজার, অফিস অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে West Bengal co-operative service commission এর তরফ থেকে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে। ছেলে ও মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদনযোগ্য।
১. পদের নাম- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদের সংখ্যা- ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা-
৫০ শতাংশ নম্বর নিয়ে B.Com অনার্সে পাশ করে থাকতে হবে। এছাড়া কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে।
বেতন কাঠামো-
এই পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৬,৬০৫ টাকা।
২. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩।
শূন্যপদের সংখ্যা- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা-
যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ থাকলে এই পদের জন্য আবেদন করা যাবে। এছাড়া কম্পিউটারে দক্ষ থাকতে হবে।
বেতন কাঠামো-
এই পোস্টের জন্য প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৯,৫৪৪ টাকা।
৩. পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট/ ফিল্ড সুপারভাইজার।
শূন্যপদের সংখ্যা- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা-
এই পদেও আবেদনের জন্য গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে।
বেতন কাঠামো-
প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৬,৯৭১ টাকা।
৪. পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা-
গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে।
বেতন কাঠামো-
বেতন দেওয়া হবে ২৬,৬০৫ টাকা।
৫. পদের নাম- মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিসট্যান্ট।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা-
গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে।
বেতন কাঠামো-
বেতন দেওয়া হবে ২৬,৬০৫ টাকা।
৬. পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা-
গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।
বেতন কাঠামো-
প্রতি মাসে ২৬,৬০৫ টাকা বেতন দেওয়া হবে।
৭. পদের নাম- ক্যাশ ক্লার্ক।
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা-
গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।
বেতন কাঠামো-
প্রতি মাসে ২৫,৭৬০ টাকা বেতন দেওয়া হবে।
৮. পদের নাম- গ্রেড-৩।
শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা-
গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।
বেতন কাঠামো-
প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৫,৭২৯ টাকা।
৯. পদের নাম- সুপারভাইজার।
শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা-
গ্র্যাজুয়েশন পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে। এছাড়া দুই চাকার গাড়ি চালাতে জানতে হবে।
বেতন কাঠামো-
প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৬,৪০০ টাকা।
বয়স-
উপরিউক্ত সমস্ত পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি-
আবেদন করা যাবে অনলাইনে। এর জন্য West Bengal co-operative service commission এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে ২১ জানুয়ারি, ২০২২।
অফিসিয়াল বিজ্ঞপ্তি-
https://www.pdfdrive.com/download.pdf?id=201197417&h=80c652b1640392fe93d7b9e72534c314&u=10425465
অফিসিয়াল ওয়েবসাইট-
http://www.webcsc.org/