৬৪১ টি শূন্যপদে কৃষিদপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা- মাধ্যমিক পাশ।


৬৪১ টি শূন্যপদে কৃষিদপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতা- মাধ্যমিক পাশ।

ICAR বা Indian Agriculture Reasearch Institute থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই এই পোস্টে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা হয়ে থাকলেই আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ-

মোট ৬৪১ টি শূন্যপদে নিয়োগটি করা হবে। যার মধ্যে-
UR - ২৮৬ টি,
EWS - ৬১ টি,
SC - ৯৩ টি,
ST - ৬৮ টি,
OBC - ১৩৩ টি
Ex serviceman - ০৮ টি,
Reservation - ০৬ টি।

শিক্ষাগত যোগ্যতা-
দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।


বয়স-
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।

বেতন কাঠামো-
এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীদের বেতন দেওয়া হবে পে লেভেল-৩ অনুযায়ী। সরাসরি কত টাকা বেতন দেওয়া হবে তা উল্লেখ নেই। তবে বেতন কাঠামো অনুমান করা যায় ভালোই রয়েছে।

আবেদন পদ্ধতি-
আবেদন করা যাবে অনলাইনে। এর জন্য IACR এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ১৮ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে ১০ জানুয়ারি ২০২২।

আবেদন মূল্য-
SC এবং ST প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না। UR এবং ST প্রার্থীদের আবেদন মূল্য রয়েছে ৭০০ টাকা এছাড়া রেজিস্ট্রেশন ফি রয়েছে ৩০০ টাকা। মোট ১০০০ টাকা লাগবে আবেদন ফি। এছাড়া মহিলাদেরও কোনো আবেদন ফি লাগবে না।

অফিসিয়াল ওয়েবসাইট-
https://www.iari.res.in/

অফিসিয়াল নোটিশ-
file:///C:/Users/USER/Downloads/1116787619894642497155%20(1).pdf


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×