রাজ্যে স্থায়ী পদে ক্লার্ক ও গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যোগ্যতা মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশ

রাজ্যে স্থায়ী পদে ক্লার্ক ও গ্রুপ-C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যোগ্যতা মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশ।

স্থায়ী পদে ক্লার্ক, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যের এশিয়াটিক সোসাইটির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে। রাজ্যের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ:

১. অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (Group-B, Non- Ministerial):

এই পদের জন্য মোট ২ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে SC- ১ টি শূন্যপদ এবং UR- ১ টি শূন্যপদ রয়েছে।

বয়স:
ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদনের জন্য বয়স্ হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীর এই পড়ে আবেদন করার জন্য সাইন্সের উপর মাস্টার ডিগ্রি ও ব্যাচেলর্স ডিগ্রি পাশ থাকতে হবে।

২. লোয়ার ডিভিশন ক্লার্ক (Group-C, Ministerial):

এই পদের জন্য মোট ৯ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে UR- ৭ টি, SC- ১ টি এবং OBC এর জন্য রয়েছে ১ টি শূন্যপদ।

বয়স:
ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদনের জন্য বয়স্ হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক কিংবা কম্পিউটারে টাইপিং এর নলেজ থাকলে এই পদের জন্য আবেদনযোগ্য।

৩. Binder/Mender(Group-C, Ministerial):

মোট ১ টি শূন্যপদ রয়েছে। এবং সেটি UR ক্যাটাগরির প্রার্থীদের জন্য।

বয়স:
ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদনের জন্য বয়স্ হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: 
অষ্টম শ্রেণী পাশ করলে এই পদের জন্য আবেদন করা যাবে। এবং এর সঙ্গে অবশ্যই ৫ বছরের Binder এর অভিজ্ঞতা থাকতে হবে।

৪. Junior Attendant(Group-C, Ministerial):

মোট ৫ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে UR- ৪ টি এবং SC ক্যাটাগরির জন্য রয়েছে ১ টি শূন্যপদ।

বয়স: 
ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদনের জন্য বয়স্ হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণী পাশ করলে এই পদের জন্য আবেদন করা যাবে।

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অফলাইনে। এর অন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর সেটিকে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে। নীচে সকলের সুবিধার্থে অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ফর্ম লিংক দেওয়া হলো। আবেদন করার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২১।

ঠিকানা:
The Asiatic society, 1 Park Street Kolkata, 700016।

অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.asiaticsocietykolkata.org/

অফিসিয়াল বিজ্ঞপ্তি:
file:///C:/Users/USER/Downloads/5_6323431129575589255%20(1).pdf

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×