হান্টার কমিশনের সুপারিশগুলি কী ছিল | Hunter Commission

হান্টার কমিশনের সুপারিশ | হান্টার কমিশন

 হান্টার কমিশনের সুপারিশ | হান্টার কমিশন | Hunter Commission 


গভর্নর জেনারেল লর্ড রিপনের আমলে ১৮৮২ খ্রিস্টাব্দে ভারতে শিক্ষাবিস্তারের অগ্রগতি এবং শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনার জন্য উইলিয়াম হান্টারের নেতৃত্বে ভারত সরকার একটি শিক্ষা কমিশন নিয়োগ করেন যা হান্টার কমিশন নামে পরিচিত। প্রাথমিক শিক্ষার বিষয়টি বিশেষভাবে এই কমিশনকে বিচার করতে বলা হয়।


এই কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হল


(১) সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ অবসান ঘটানো।


(২) স্কুল ও কলেজগুলিকে সাধারণভাবে সরকারি অনুদান দেওয়া।


(৩) প্রাথমিক শিক্ষার প্রসারের দায়িত্ব জেলা ও মিউনিসিপ্যাল বোর্ডের হাতে দেওয়া।


(৪) প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য একটি বিশেষ তহবিল গঠন করা।


(৫) উচ্চশিক্ষার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা ইত্যাদি।


পরবর্তী বছরগুলিতে হান্টার কমিশনের সুপারিশগুলি রূপায়ণ করা হতে থাকে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস পেলেও শিক্ষার ক্ষেত্রে সরকারি ব্যয় কমে যায় ফলে প্রাথমিক শিক্ষার ব্যাপক প্রসার ঘটেনি।


তথ্য সূত্র:

১. ইতিহাস ও পরিবেশ- Password- এ কে এম সরিফুজ্জামান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×