Calcutta University 2nd Semester History Honours Short Question Suggestion 2023 | CC-4 Suggestion | Marks-1

Calcutta University 2nd Semester History Honours Short Question Suggestion 2023 | CC-4 Suggestion

 

Cu 2nd Semester History Honours CC4 Suggestion 2023 | CU History Honours Suggestion 2023 | CU History Honours CC4 Suggestion | CC4 Suggestion 2023 | Calcutta University History Honours Syllabus | History Honours 2nd Semester Suggestion | Calcutta University History Honours Questions Paper 2023 | CU CC4 Questions Paper 2023

 

কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে দ্বিতীয় সেমিস্টারের CC4 প্রশ্নের সাজেশন ২০২৩ আলোচনা করা হয়েছে। তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


১. 'চিরন্তন শহর' কাকে বলা হয়?
Ans. রোমকে।


২. পশ্চিম ইউরোপে রোমান সাম্রাজ্যের পতন কবে হয়? (CU-2022)**
Ans. ৪৭৬ খ্রিস্টাব্দে।


৩. 'পিরেন থিসিস' তত্ত্বের প্রবক্তা কে?*
Ans. হেনরি পিরেন।


৪. মধ্যযুগীয় সামন্ত অবস্থায় সমাজের চিত্রটি কেমন ছিল?**
Ans. ত্রিভুজাকৃতি।


৫. রোমান ইতিহাসের উপর এডওয়ার্ড গীবন রচিত গ্রন্থের নাম কী? (CU-2021)**
Ans. The History of the Decline and Fall of the Roman Empire।


৬. 'The Collaps of Complex Society'- গ্রন্থের লেখক কে?*
Ans. জোসেফ টেন্টার।


৭. চিনির বিকল্প হিসেবে রোমানরা কী ব্যবহার করত?
Ans. ডিফ্রুটাম বা 'সাপা ' নামক সিসা মিশ্রিত সিরাপ।


৮. রোমান সাম্রাজ্যের পতনের যে-কোনো একটি কারণ লেখ। (CU-2019, 21)**
Ans. বহিঃশত্রুর আক্রমণ।


৯. টাইদ কী? *
Ans. মধ্যযুগের ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যাজকরা কৃষকদের কাছ থেকে যে ধর্ম কর আদায় করতো, তা টাইদ নামে পরিচিত ছিল।


১০. জাদুবিদ্যা কাকে বলে?
Ans. প্রাকৃত বা অতিপ্রাকৃত ঘটনাকে অলৌকিক উপায়ে নিয়ন্ত্রণ করার নামই হল জাদুবিদ্যা।


১১. জাদুবিদ্যা সংক্রান্ত বিখ্যাত বইটির নাম কী?
Ans. কিং অফ সলোমান।


১২. ভুডু কী?**
Ans. ভুডু হল একধরনের ব্ল্যাক ম্যাজিক বা ডাকিনীবিদ্যা।


১৩. রোমান সাম্রাজ্যের পতন নিয়ে আর্থার ফেরিওল রচিত গ্রন্থের নাম কী? *
Ans. The Fall of the Roman Empire : The Military Explanation।


১৪. সেন্ট পিটার কে ছিলেন? **
Ans. যিশু-খ্রিস্টের প্রধান সহচর।


১৫. পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? **
Ans. কনস্ট্যান্টিনোপল।


১৬. ইনভেস্টিচার দ্বন্দ্বের সময় পোপ কে ছিলেন? (CU-2019)
Ans. সপ্তম গ্রেগরি।


১৭. ওয়ার্মসের চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
Ans. ১১৯২ খ্রিস্টাব্দে।


১৮. মঠতন্ত্র বলতে কী বোঝ?
Ans. মঠকে কেন্দ্র করে মধ্যযুগে সন্ন্যাসীদের যে বিশেষ জীবন-যাপন ও কর্মপদ্ধতি গড়ে উঠেছিল তাকে, মঠতন্ত্র বলে।


১৯. মধ্যযুগের ইউরোপে ডাইনি শিকারের প্রাথমিক যুগ চিহ্নিত করো।
Ans. ১৪৮০ - ১৭০০ খ্রিস্টাব্দ।


২০. 'The Witch Cult in Western Europe'- গ্রন্থের লেখক?
Ans. মার্গারেট ম্যুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×