Calcutta University 2nd Semester History Honours Short Question Suggestion 2023 | CC-3 Suggestion | Marks-1

Calcutta University 2nd Semester History Honours Short Question Suggestion 2023 | CC-3 Suggestion | Marks-1

 

Cu 2nd Semester History Honours CC3 Suggestion 2023 | CU History Honours Suggestion 2023 | CU History Honours CC3 Suggestion | CC3 Suggestion 2023 | Calcutta University History Honours Syllabus | History Honours 2nd Semester Suggestion | Calcutta University History Honours Questions Paper 2023 | CU CC3 Questions Paper 2023

 

কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে দ্বিতীয় সেমিস্টারের CC3 প্রশ্নের সাজেশন ২০২৩ আলোচনা করা হয়েছে। তাই তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আসন্ন পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।


১. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ** 

Ans. শ্রীগুপ্ত।


২. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? (CU-2019)

Ans. চন্দ্রগুপ্ত মৌর্য।


২. 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেন? এতে কার কীর্তিকাহিনী জানা যায়? 

Ans. 'এলাহাবাদ প্রশস্তি' রচনা করেন হরিষেণ। এতে সমুদ্রগুপ্তের কীর্তিকাহিনী জানা যায়।


৩. ফা-হিয়েন কে ছিলেন? *

Ans. দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আগত একজন চৈনিক পর্যটক।

Or

ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন?* 

Ans. দ্বিতীয় চন্দ্রগুপ্ত।


৪. 'ভারতের নেপোলিয়ান' কাকে বলা হয়?

Ans. সমুদ্রগুপ্তকে।


৫. শেষ গুপ্ত সম্রাটের নাম কী?

Ans. বিষ্ণুগুপ্ত। 


৬. 'পঞ্চতন্ত্র' গ্রন্থটির রচয়িতা কে?

Ans. বিষ্ণুশর্মা।


৭. গুপ্ত যুগের দুজন বিজ্ঞানীর নাম লেখ। (CU-2022)

Ans. আর্যভট্ট ও বরাহমিহির।


৮. হর্ষবর্ধন কবে সিংহাসনে আরোহন করেন?

Ans. ৬০৬ খ্রিস্টাব্দে।


৯. হর্ষবর্ধনের লেখা একটি নাটকের নাম লেখ।

Ans. রত্নাবলী।


১০. বাণভট্ট কে ছিলেন?

Ans. হর্ষবর্ধনের সভাকবি। 


১১. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন?

Ans. পুষ্যভূতি বংশের।


১২. হর্ষবর্ধন কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন?

Ans. কনৌজে।


১৩. পল্লব স্থাপত্যের একটি নিদর্শন দাও। (CU-2019)

Ans. কাঞ্চীর কৈলাসনাথ মন্দির।


১৪. হর্ষচরিত- এর রচয়িতা কে?(CU-2021)

Ans. বাণভট্ট।


১৫. পল্লবদের রাজধানী কোথায় ছিল?

Ans. কাঞ্চী।


১৬. 'গীতগোবিন্দ'- কে রচনা করেন?

Ans. জয়দেব।


১৭. 'মিতাক্ষরা'- কে রচনা করেন?

Ans. বিজ্ঞানেশ্বর।


১৮. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

Ans. প্রথম রাজেন্দ্র চোল।


১৯. চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে?

Ans. দ্বিতীয় পুলকেশী।


২০. 'বুদ্ধচরিত ' গ্রন্থের রচয়িতা কে?

Ans. অশ্বঘোষ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×