নানকিং এর সন্ধির মূল শর্তগুলি কী কী ছিল | Treaty of Nanking


নানকিং এর সন্ধির মূল শর্তগুলি কী কী ছিল?

 ভূমিকা:

চিনে আফিম ব্যাবসাকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চিনের আফিম বা অহিফেন যুদ্ধ বাধে। দুবছর ধরে যুদ্ধ (১৮৪০-৪২ খ্রি.) চলার পর হেরে গিয়ে চিন ব্রিটিশদের সঙ্গে নানকিং সন্ধি (১৮৪২ খ্রি.) স্বাক্ষর করে। 


নানকিং সন্ধির শর্ত: 

নানকিং সন্ধির শর্তগুলি ছিল— 


১. ক্ষতিপূরণ বাবদ চিন ব্রিটিশ সরকারকে মোট ২ কোটি ১০ লক্ষ ডলার দেবে।


২. ক্যান্টন বন্দর থেকে চিন সরকার কর্তৃক নিযুক্ত কোহং বণিকগোষ্ঠীর আধিপত্যের অবসান ঘটবে।


৩. হংকং বন্দর চিরদিনের জন্য ব্রিটিশদের অধিকারে আসবে।


৪. ক্যান্টন, অ্যাময়, ফুচো, নিংপো এবং সাংহাই—এই পাঁচটি বন্দর ব্রিটিশ বাণিজ্যের জন্য উন্মুক্ত হবে।


৫. চিনে আমদানি-রপ্তানিজাত ব্রিটিশ পণ্যের ওপর শতকরা ৫০ ভাগ শুল্ক নির্দিষ্ট হবে।


মন্তব্য: 

ব্রিটিশ সামরিক চাপের কাছে নতিস্বীকার করে চিন নানকিং-এর সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। ব্রিটেনের পক্ষে রানি ভিক্টোরিয়া এই সন্ধির শর্তাবলি সমর্থন করেন। তবে যে আফিম ব্যাবসাকে কেন্দ্র করে চিনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাধে ও এই সন্ধি স্বাক্ষরিত হয়, সেই আফিম ব্যাবসা বন্ধ করার লক্ষ্যে কোনো শর্ত গৃহীত হয়নি এই সন্ধিতে।


তথ্য সূত্র:

ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×