প্রতিষ্ঠা:
জোসেফ ম্যাৎসিনি ইতালির যুবকদের নিয়ে ‘ইয়ং ইতালি’ (১৮৩১ খ্রি.) নামে একটি গুপ্ত সমিতি গঠন করেন। এই দল গঠনের মাধ্যমে ম্যাৎসিনি ইতালিকে স্বাধীন করতে চেয়েছিলেন।
আদর্শ:
ইয়ং ইতালি দলের আদর্শ ছিল ঐক্যবদ্ধ ইতালি গঠন। শিক্ষার প্রসার ঘটানোও ছিল এই দলের আদর্শ। আত্মহত্যা ও কর্তব্যপালনের মাধ্যমে জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ ঘটানো ছিল এই দলের উদ্দেশ্য। ম্যাৎসিনির নির্দেশেই এই দলের সদস্যরা শহর ও গ্রামে ঘুরে ঘুরে ইতালির গৌরব কাহিনি ও দেশপ্রেমের গৌরবগাথা প্রচার করে।
কর্মপন্থা:
ইয়ং ইতালি দল ঘোষণা করে—
১. ইতালি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর করতে হবে।
২. পোপ এবং বুরবোঁ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য ইতালিবাসীকে আত্মশক্তির ওপর নির্ভর করতে হবে।
৩. ইতালিকে স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে সমাজ থেকে ভেদাভেদ ইতালি দল গঠন করে ম্যাৎসিনি প্রথম ইতালিবাসীর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলেন।
তথ্য সূত্র:
ইতিহাস শিক্ষক- অষ্টম শ্রেণী | জে মুখোপাধ্যায়।
বাসন্তী মুরমু
উত্তরমুছুনতিন অধ্যায় দিবতীয় পরিক্ষার সাজেসন দাও
উত্তরমুছুন