অষ্টম শ্রেণী পাশে প্রচুর সংখ্যক পিয়ন নিয়োগ। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।
8 th Pass Jobs | 12 th Pass Job
আবার রাজ্যের এক কলেজে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি ও গ্রুপ ডি বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে।যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাস হলেই আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি লাগবে শেষ তারিখ কত সমস্তকিছু বিস্তারিত দেওয়া রইলো এই প্রতিবেদনে।
১. পোস্টের নাম- জুনিয়র লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ- 23 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে থাকতে হবে। বিশেষত লাইব্রেরী সাইন্স এর ওপর ডিপ্লোমা কিংবা ডিগ্রী কোর্স করে থাকতে হবে।
বেতন কাঠামো- 35,800/- টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
২. পোস্টের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-2)।
শূন্যপদ- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা- B.Sc./BCA/Diploma করে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর ওপর।
বেতন কাঠামো- 35,800/- টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
৩. পোস্টের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ- 78 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
বেতন কাঠামো- 27,500/- টাকা থেকে 70,600/- টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
৪. পোস্টের নাম- জুনিয়র পিওন।
শূন্যপদ- 15 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সাথে ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।
বেতন কাঠামো- 18,500/- টাকা থেকে 47,600/- টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- উপরোক্ত পোস্টগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18 - 40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি- সরাসরি অনলাইন আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত কয়েকটি ধাপের মধ্যে আবেদন করতে হবে।
1.নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সবার প্রথমে অনলাইন আবেদনের লিঙ্ক এ ক্লিক করুন।
2.নিচে অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন।
3.নিজের যাবতীয় বিভিন্ন তথ্য যেমন নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. সঙ্গে রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখবেন।
5. নিজের যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখানে এক এক করে আপলোড করতে হবে।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট গুলি লাগবে-
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
2. নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট (পোস্ট অনুযায়ী)।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
4. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
5. নিজের কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
6. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
আবেদনের শেষ তারিখ- 04/08/2022 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশন- Clik here
অফিসিয়াল ওয়েবসাইট- Clik here
আবেদন লিংক- Clik here