SSC Recruitment Scam : SSC তে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়। আর এই অবস্থায় দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন! এমনি অভিযোগ উঠল ফিরহাদ হাকিমের মন্তব্যে। শনিবার গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে ফিরহাদ হাকিম জানান পার্থ চট্টোপাধ্যায় মিথ্যা বলছেন।
এদিন গ্রেফতারির পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন নাকি। এর প্রতুত্তরে তিনি বলেন, " যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু যোগাযোগ হয়ে ওঠেনি "।
সুতরাং সবমিলিয়ে প্রশ্ন উঠছে তাহলে কি মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত ভাবে পার্থকে এড়িয়ে যাচ্ছেন। পার্থর সাথে যদি তার কথা হয় তিনিও আবার দুর্নীতিতে জড়িয়ে পড়বেনানাতো? এই নিয়ে একাধিক প্রশ্নের হাওয়া বইছে। এই নিয়ে তৃণমূলের অন্দরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যা নিয়ে গোটা বঙ্গ রাজনীতি চরম তুঙ্গে।