এশিয়া বাসীদের জন্য এশিয়া নীতি বলতে কি বোঝ | দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল | HS History Suggestion


 ভূমিকা : 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপান এশিয়া বাসীদের জন্য এশিয়া শ্লোগানটি তুলেছিল। জাপানের স্লোগানের মূল উদ্দেশ্য ছিল এশিয়ার সমস্ত দেশগুলিতে ইউরোপীয় বিরোধী মনোভাবের পরিবেশ গড়ে তোলা। জাপান আসলে চেয়েছিল এশিয়া মহাদেশের নামে স্বতন্ত্র আবেগ জাগ্রত করে ওই সকল দেশে ইউরোপ বিরোধী মানসিকতা সঞ্চারিত করা। এক্ষেত্রে জাপানের অন্যতম আর একটি উদ্দেশ্য ছিল—এশিয়া মহাদেশ থেকে ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকার প্রভৃতি দেশগুলির নিয়ন্ত্রণ বিলোপ করা।


‘এশীয়দের জন্য এশিয়া' স্লোগানের উদ্দেশ্য - 


 জাপান বেশ কয়েকটি উদ্দেশ্যসাধনের জন্য ‘এশীয়দের জন্য এশিয়া’ স্লোগান গ্রহণ করেছিল। সেগুলি হল—


১. পশ্চিমি শক্তিগুলির বিরোধিতা : 

জাপান এশিয়া মহাদেশের সমস্ত দেশ গুলিতে ইউরোপীয় শক্তির আধিপত্য খর্ব করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে জাপান চেয়েছিল এশিয়ার ওপর ইউরোপীয় শক্তিশালী দেশগুলির উপনিবেশ স্থাপনের অধিকার বিচ্ছিন্ন করতে। আর এই কারণে জাপান পশ্চিমে দেশগুলির বিরোধিতা করতে শুরু করে।


২. এশীয় দেশগুলির মধ্যে ঐক্য স্থাপন :

‘এশীয়দের জন্য এশিয়া’ এই শ্লোগানের দ্বারা জাপান এশিয়ার সমস্ত দেশগুলির মধ্যে ঐক্য স্থাপনের প্রভাব তৈরি করতে চেয়েছিল। এর দ্বারা জাপান চেয়েছিল এশিয়ার শক্তিশালী দেশগুলিকে একত্রিত করে সেই সম্মিলিত শক্তি দ্বারা ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলির প্রতিরোধ করা। উদাহরণ হিসেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের আধিপত্য প্রতিষ্ঠার কথা বলা যেতে পারে। জাপান চেয়েছিল ওই অঞ্চলের দেশগুলিকে ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে একত্রিত করতে।


৩. সাম্রাজ্য বিস্তারে আকাঙ্ক্ষা : 

এশিয়ার বিভিন্ন অঞ্চলে সাম্রাজ্য বিস্তারে উৎসুক জাপানের কাছে এই নীতিটি (এশীয়দের জন্য এশিয়া) কার্যকরী ভূমিকা নিয়েছিল। বিশেষ করে পূর্ব এশিয়ায় জাপান তার এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে চেয়েছিল। 1943 খ্রিস্টাব্দে ‘বৃহত্তর পূর্ব এশিয়া সম্মেলন’-এ তৎকালীন জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজোর ভাষণে এর আভাস পাওয়া যায়।


৪. এশীয় শক্তিগুলির নেতৃত্ব গ্রহণ :

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করেছিল। প্রকৃতপক্ষে জাপানের উদ্দেশ্য ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির দ্বারা শোষিত এশিয়ার দেশগুলির ওপর নিজ আধিপত্য স্থাপন। সেই কারণে জাপানের ইচ্ছা ছিল এশিয়ার সমস্ত দেশগুলির সাম্রাজ্যবাদী শক্তিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব প্রদান করতে।


৫. প্রাকৃতিক সম্পদ আহরণের ইচ্ছা :

ইউরোপের শক্তিশালী ঔপনিবেশিক দেশগুলি তাদের অধিকৃত উপনিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করে স্বদেশের উন্নতিতে ব্যবহার করত। আর ওইসব সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির উপনিবেশের অনেকগুলিই ছিল এশিয়ায়। যেটি জাপান মেনে নিতে পারেনি। জাপান মনে করেছিল এশিয়ার প্রাকৃতিক সম্পদের ওপর একমাত্র এশীয়দেরই অধিকার রয়েছে। এটিও জাপানের ‘এশীয়দের জন্য এশিয়া' স্লোগান তোলার অন্যতম উদ্দেশ্য ছিল।


তথ্য সূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস সহায়িকা / Talent Booster/ দাস পাহাড়ী 



দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায় বড় প্রশ্ন | WBCHSE History Questions and Answer Suggestion | HS History Suggestion | উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন | HS History Long Question Suggestion | HS Suggestion | ক্লাস ১২ ইতিহাস সাজেশন | Class 12 History Suggestion | WB HS History Suggestion | History Suggestion in Bengali | Class 12 History notes

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×