CU History Honours 3rd Sem CC5 Question Paper 2021


Calcutta University 3rd Sem CC5 Question Paper 2021 | History Honours Questions Paper 2021 | CU History Honours Questions Paper 3rd sem | Calcutta University History Honours Questions Paper 2021 | CC5 Question Paper 2021


কলকাতা বিশববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যেসমস্ত স্টুডেন্ট রয়েছো তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। এই পোস্টে তৃতীয় সেমিস্টারের ২০২১ সালের CC5 পেপারের প্রশ্ন দেওয়া রয়েছে।  


নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। (১×১৫)


১. হর্ষ পরবর্তী যুগে উত্থান ঘটে এমন একটি শক্তির নাম লেখ।


২. গোপাল কোন সময় সিংহাসনে বসেন? 


৩. ত্রিশক্তি সংগ্রাম কোন স্থানকে কেন্দ্র করে ঘটে?


৪. কৈবর্ত বিদ্রোহ কোন সালে ঘটে?


৫. জয়দেব রচিত গ্রন্থের নাম উল্লেখ কর।


৬. বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কোন সময় গঠিত হয়?


৭. চোল বংশের প্রথম শাসকের নাম লেখ।


৮. বাতাপিকোন্ডা উপাধি কে গ্রহণ করেন? 


৯. বলনাড়ু শব্দের অর্থ কি?


১০. খাজুরাহো মন্দির কোন সময় প্রতিষ্ঠিত হয়?


১১. ভারতবর্ষে সামন্ত অর্থনীতির বিকাশ কোন সময় ঘটে?


১২. ভক্তিধারার মূল অর্থ কি? 


১৩. আদি শঙ্করাচার্য কোন দর্শন প্রচার করেন?


১৪. রাজতরঙ্গিনী কার রচনা? 


১৫. আল বিরুনী কোন সময় ভারতে এসেছিলেন?



যেকোন ৪ টি প্রশ্নের উত্তর দাও: (৫×৪)


১. সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কি জানো?


২. হর্ষচরিত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।


৩. পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা কর।


৪. আদি মধ্যযুগে ভারতে নগরকেন্দ্রের উত্থানের পেছনে প্রধান উপাদান গুলি কি ছিল?


৫. শিক্ষার বিকাশে নালন্দা মহাবিহারের ভূমিকার মূল্যায়ন কর।


৬. আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কি?


৭. আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান সংক্ষেপে লেখ।


৮. জনপ্রিয় ধর্মীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে ভক্তিবাদের উত্থান সংক্ষেপে লেখ।



যেকোন ৩ টি প্রশ্নের উত্তর দাও: (৮×৩) 


১. আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখ।


২. রাজপুত শক্তির উত্থানের কারণ আলোচনা কর।


৩. ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা কর।


৪. আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা কর।


৫. চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর।


৬. আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ সংক্ষেপে আলোচনা কর।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×