শিশু সুরক্ষা দপ্তরে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ। বেতন প্রতি মাসে ১৪ হাজার টাকা। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।


শিশু সুরক্ষা দপ্তরে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ। বেতন প্রতি মাসে ১৪ হাজার টাকা। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।


শিশু সুরক্ষা দপ্তরের গ্রুপ ডি ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনার আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কত সমস্ত কিছু বিস্তারিত দেয়া রইল আজকের প্রতিবেদন।


১. পোস্টের নাম- বেঞ্চ ক্লার্ক।

যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সাথে কম্পিউটার জানা থাকতে হবে।

বেতন কাঠামো- ১৪,৭০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


২. পোস্টের নাম- নাইট গার্ড।

যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বেতন কাঠামো- ৭,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


৩. পোস্টের নাম- অর্ডারলি।

যোগ্যতা- প্রার্থীকে এই পোস্টে আবেদনের জন্য অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে।

বেতন কাঠামো- ৭,০০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।


বয়স সীমা- ০১.০১.২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ - ৪০ বছরের মধ্যে।


আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য ফর্ম পূরণ করে সেটি একটি খামে পুরে নির্দিষ্ট ঠিকানার ড্রপবক্সে পৌঁছে দিতে হবে। নীচে ফর্ম ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে। খামের উপর লিখবেন application for the post _________। যে পোস্ট এর জন্য এপ্লাই করছেন তার নাম।


আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Office of the District Magistrate, Old collectorate Building, Social Welfare Section, 1 Rishi Bankim Chandra Road, Howrah- 711101।


প্রয়োজনীয় ডকুমেন্টস-

১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

২. বয়সের প্রমাণপত্র।

৩. পাসপোর্ট সাইজ ফটো।

৪. আধার কার্ড।

৫. কাস্ট সার্টিফিকেট।


নিয়োগ প্রক্রিয়া- লিখিত পরীক্ষা এরপর কম্পিউটার বেসড পরীক্ষা অবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।


আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ- ২৯ জুন, ২০২২।


অফিসিয়াল নোটিশ- click here

ফর্ম ডাউনলোড- click here



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×