রাজ্যের DM অফিসে ক্লার্ক নিয়োগ। বেতন ১৪,৭৭০ টাকা


রাজ্যের DM অফিসে ক্লার্ক নিয়োগ। বেতন ১৪,৭৭০ টাকা।

রাজ্যের DM অফিসে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে সমস্তকিছু বিস্তারিত জেনে নিন।


পোস্টের নাম- বেঞ্চ ক্লার্ক।

নিয়োগের স্থান- উত্তর দিনাজপুরের রায়গঞ্জ DM অফিস। এখানে রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

বেতন কাঠামো- ১৪,৭৭০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।

বয়স সীমা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ - ৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করবেন ০১.০৪.২০২২ অনুযায়ী।


আবেদন পদ্ধতি- এই পোস্টের জন্য অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশে থাকা আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর ফর্মটি ফিলাপ করে একটি মুখবন্ধ খামে পুরে তার ভিতর সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে বাই পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে।


যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন- Office of the District magistrate, Uttar Dinajpur, Raiganj at Karnajora, Pin- 733130।


প্রয়োজনীয় ডকুমেন্টস- 

১. বয়সের প্রমাণপত্র।

২. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৩. মাধ্যমিকের অ্যাডমিড।

৪. আঁধার কার্ড/ ভোটার কার্ড।

৫. পাসপোর্ট সাইজ ফটো।


নিয়োগ প্রক্রিয়া- প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভার মাধ্যেমে। যার মধ্যে ৮০ নম্বর লিখিত পরীক্ষা, ১০ নম্বর কম্পিউটার টেস্ট এবং বাকি ১০ নম্বর ভাইভা বা ইন্টারভিউ রয়েছে।


লিখিত পরীক্ষার সিলেবাস- অঙ্ক, ইংরেজি এবং জেনারেল নলেজ এই তিনটি বিষয়ের উপর লিখিত পরীক্ষা নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ- ০৬ মে, ২০২২ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।


অফিসিয়াল নোটিশ- Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×