৩৮,৯২৬ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন


GDS Recruitment | Post office Recruitment

৩৮,৯২৬ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন।

রাজ্যে পোস্ট অফিসগুলিতে গ্রামীন ডাক সেবক (GDS) নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে এই নিয়োগটি করা হচ্ছে। প্রচুর শূন্যপদে নিয়োগটি করা হবে। সুতরাং কিভাবে আবেদন করবেন বিস্তারিত জেনে নিন।


পোস্টের নাম- গ্রামীণ ডাক সেবক (GDS)।

শূন্যপদ- মোট শূন্যপদ রয়েছে ৩৮,৯২৬ টি। যার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য পদ ১,৯৬৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে।

বয়স সীমা- এই পোস্টে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ৪০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। SC/ST প্রার্থীরা ৫ বছর বয়সের এবং OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো- প্রতি মাসে বেতন দেওয়া হবে ১০,০০০ - ১২,০০০ টাকা।


আবেদন পদ্ধতি- এই পোস্টের জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। নীচে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে।

আবেদন মূল্য- UR এবং OBC প্রার্থী হয়ে থাকলে আবেদন ফি বাবদ ১০০ টাকা লাগবে। এছাড়া SC/ST বা অন্যান্য প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি- এখানে প্রার্থী বাছাই এর জন্য কোনরকম পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। সরাসরি মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে লিস্ট তৈরি করা হবে। তারপর প্রার্থী বাছাই করা হবে।


আবেদন শুরু- ২ মে, ২০২২ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ- ৫ জুন, ২০২২।


প্রয়োজনীয় ডকুমেন্টস- আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টস সাথে রাখবেন।

১. বয়সের প্রমাণপত্র।

২. আঁধার কার্ড।

৩. মাধ্যমিকের অ্যাডমিড।

৪. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৪. বৈধ ফোন নম্বার এবং মেইল আইডি।

৫. পাসপোর্ট সাইজ ফটো।


অফিসিয়াল নোটিশ- Click Here

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×