রাজ্যের হাসপাতালে প্রচুর শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন


Alipore Command Hospital Recruitment 2022 | WB Job Vacancy 2022

রাজ্যের হাসপাতালে প্রচুর শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন।

রাজ্যের সরকারি হাসপাতালে গ্রুপ ডি, গ্রুপ সি সহ একাধিক পোস্টে কর্মী নিয়োগ করা হবে। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ট্রেডসম্যান বিভিন্ন পোস্ট রয়েছে। আপনারা ছেলে ও মেয়ে উভয়েই এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে গেলে কি কি লাগবে সমস্তকিছু বিস্তারিত জানার জন্য এই পোস্টটি পড়ুন।  


১. পোস্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।

শূন্যপদ- ০৩ টি।

যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপ করার স্পিড থাকতে হবে।


২. পোস্টের নাম- কুক।

শূন্যপদ- ০৩ টি।

যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে প্রার্থীকে ভারতীয় খাবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এককথায় বলতে গেলে রান্নাবান্না সংক্রান্ত কাজ জানা থাকতে হবে।


৩. পোস্টের নাম- ট্রেডসম্যান মেট।

শূন্যপদ- ০৮ টি। 

যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৪. পোস্টের নাম- বারবার।

শূন্যপদ- ০৯ টি।

যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৫. পোস্টের নাম- সাফাইওয়ালা। ( এই পোস্টের জন্য মহিলারা আবেদনযোগ্য)

শূন্যপদ- ৩৫ টি।

যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৬. পোস্টের নাম- চৌকিদার।

শূন্যপদ- ১২ টি।

শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে সাথে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


৭. পোস্টের নাম- ওয়াসারম্যান (Washerman)।

শূন্যপদ- ১৭ টি।

যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে কোনো পারিবারিক ওয়াসারম্যান হিসেবে কাজে দক্ষতা থাকতে হবে।


৮. পোস্টের নাম- হেলথ ইন্সপেক্টর।

শূন্যপদ- ১৮ টি।

যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে স্যানিটারি ইনস্পেক্টরের কোর্স করে থাকতে হবে।


৯. পোস্টের নাম- ওয়ার্ড সহায়িকা। (মহিলারা আবেদনযোগ্য)।

শূন্যপদ- ৫৩ টি।

যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে কোনো পারিবারিক কাজে ধাই হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 


বয়স সীমা- উপরের সমস্ত পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ২৫ বছরের মধ্যে। শুধুমাত্র হেলথ ইন্সপেক্টর পদের জন্য বয়স হতে হবে ১৮ - ২৭ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।


আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য অফিসিয়াল নোটিশে থাকা একটি ফর্ম পূরণ করতে হবে। এরপর সেটিকে মুখ বন্ধ খামে করে স্পীড পোস্টে করে পৌঁছে দিতে হবে। খামের উপর লিখবেন Application for the post ____________ ( শূন্যস্থানে যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি লিখবেন)।

আবেদনপত্র পৌঁছাবেন- The Commandant, Command Hospital (EC), Alipore, Kolkata- 700027।


আবেদন ফি- ১০০ টাকা। এটি পোস্টাল অর্ডারের সাথে দিতে হবে।

আবেদনপত্র পৌঁছাতে হবে ১৩ জুন, ২০২২ এর মধ্যে।


প্রার্থী বাছাই পদ্ধতি- লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ও ট্রেড টেস্ট করে প্রার্থী বাছাই করা হবে।


প্রয়োজনীয় ডকুমেন্টস- 

১. বয়সের প্রমাণপত্র।

২. পাসপোর্ট সাইজ ফটো।

৩. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

৪. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

৫. কার্স্ট সার্টিফিকেট।


অফিসিয়াল নোটিশ- Click Here





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×