ভারতীয় ডাক বিভাগে ৫০ হাজার শূন্যপদে নতুন কর্মী নিয়োগ। কবে থেকে আবেদন শুরু বিস্তারিত জেনে নিন।
ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে আবারও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। অনুমান করা হচ্ছে প্রায় ৫০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ হতে পারে। বর্তমান সময়ে ভারতীয় ডাক বিভাগকে আরও আধুনিকীকরণ করার পরিকল্পনা চলছে। আর যার জন্য প্রয়োজন প্রচুর কর্মী। বর্তমান সময়ে পোস্ট অফিসগুলোতে কর্মীর যথেষ্ট ঘাটতি রয়েছে। সেইজন্য নতুন করে আবারও কর্মী নিয়োগের পরিকল্পনা চলছে।
পরিসংখ্যান অনুযায়ী গত চার বছর ডাক বিভাগে সেইরকম নিয়োগ করা হয়নি। বর্তমানে প্রায় ছয় সাতজনের কাজ একজনকে করতে হচ্ছে। সবমিলিয়ে গত চার বছরের পড়ে থাকা খালি শূন্যপদ নিয়ে প্রায় ৫০ হাজারের অধিক পোস্ট খালি রয়েছে। আর এই পদ খুব শীগ্রই পূরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৭ মে ডাক বিভাগের ডিরেক্টর জেনারেল মথুরামন দেশের সমস্ত ডাক বিভাগের চিফ মাস্টারদের একটি চিঠি লিখেছেন। যাতে সমস্ত সার্কেলের শূন্যপদের খতিয়ান চাওয়া হয়েছে। যেখানে ২০১৮ সাল থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত সমস্ত শূন্যপদ মিলিয়ে একটি বড় ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।