রাজ্যের বিড়লা মিউজিয়ামে কর্মী নিয়োগ। প্রতি মাসে বেতন ১৯,০০০ টাকা।
রাজ্যের মিউজিয়ামে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? আবেদন করতে গেলে কী কী লাগবে সমস্তকিছু বিস্তারিত রইলো এই প্রতিবেদনে।
১. পোস্টের নাম- Education Assistant A।
শিক্ষাগত যোগ্যতা- ফিজিক্স নিয়ে ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।
বেতন কাঠামো- ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে।
২. পোস্টের নাম- Exhibition Assistant A।
শিক্ষাগত যোগ্যতা- ভিজুয়্যাল আর্টসের উপর ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।
বেতন কাঠামো- ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে।
৩. পোস্টের নাম- Technical Assistant A।
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
বেতন কাঠামো- ২৯,২০০ - ৯২,৩০০ টাকা প্রতি মাসে।
৪. পোস্টের নাম- Technician A।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ITI পাশ করে থাকতে হবে। এছাড়া প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বেতন কাঠামো- ১৯,৯০০ - ৬৩,২০০ টাকা প্রতি মাসে।
বয়স সীমা- প্রার্থীর বয়স হতে হবে ১৩.০৬.২০২৩ অনুযায়ী ১৮ - ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা www.bitm.gov.in/recruitment এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য-
UR/OBC- ২০০ টাকা।
SC/ST/PWD- আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ১৩ জুন, ২০২২।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিসিয়াল নোটিশ- Click Here