রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে প্রচুর কর্মী নিয়োগ। ২৩ জেলা থেকেই আবেদন করা যাবে।

 

রাজ্যের জেলা আদালতে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে প্রচুর কর্মী নিয়োগ। ২৩ জেলা থেকেই আবেদন করা যাবে।

রাজ্যের একটি জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে গ্রুপ ডি, গ্রুপ সি সহ একাধিক পোস্টে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে গেলে কী কী লাগবে সমস্তকিছু বিস্তারিত দেওয়া রইলো এই পোস্টে।


১. পোস্টের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)।

শূন্যপদ- ২২ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সাথে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বেতন কাঠামো- ২২,৭০০ - ৫৮,৫০০ টাকা প্রতি মাসে। (পে লেভেল ৬ অনুযায়ী বেতন দেওয়া হবে)


২. পোস্টের নাম- প্রসেস সার্ভার।

শূন্যপদ- ০১ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। এছাড়া কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে।

বেতন কাঠামো- ২১,০০ - ৫৪,০০০ টাকা প্রতি মাসে।(পে লেভেল ৫ অনুযায়ী বেতন দেওয়া হবে)


৩. পোস্টের নাম- নাইট গার্ড/পিওন।

শূন্যপদ- ২৮ টি।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করতে হবে সাথে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।

বেতন কাঠামো- ১৭,০০০ - ৪৩,৬০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।( পে লেভেল ১ অনুযায়ী)


৪. পোস্টের নাম- সুইপার।

শূন্যপদ- ০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেণী পাশ করলেই প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।

বেতন কাঠামো- ১৭,০০০ - ৪৩,৬০০ টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।( পে লেভেল ১ অনুযায়ী)


বয়স সীমা- উপরোক্ত পোস্টগুলোতে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ৩৯ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স হিসেব করবেন ০১.০৭.২০২১ অনুযায়ী।


আবেদন পদ্ধতি- প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা আমাদের পোস্টের নীচে দেওয়া লিংক থেকে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি ও ফোন নম্বর থাকা লাগবে।


আবেদন ফি- এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী আবেদন ফি চাওয়া হয়েছে। আবেদন ফি আপনারা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং কিংবা, ইউপিআই এর মাধ্যমে জমা করতে পারবেন। 



নিয়োগ স্থান- ঝাড়গ্রাম জেলা আদালত।


নিয়োগ প্রক্রিয়া- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখ- ১০ জুন, ২০২২।


অফিসিয়াল নোটিশ- Click Here

আবেদন লিংক- Click Here





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×