BRO Recruitment | Jobs in West Bengal
BRO অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে। তবে শুধুমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সমস্তকিছু বিস্তারিত জানতে পোস্টটি পড়তে পারেন।
১. পোস্টের নাম- Multi Skilled Worker (Mason)।
শূন্যপদ- ১৪৭ টি।
বয়স সীমা- ১৮ - ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো- ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
২. পোস্টের নাম- Multi Skilled Worker (Nursing Assistant)।
শূন্যপদ- ১৫৫ টি।
বয়স সীমা- ১৮ - ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন কাঠামো- ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে ১ বছরের নার্সিং বা ফার্মাসি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি- এখানে আবেদন করতে হবে অফলাইনে।
স্টেপ-০১ - প্রথমে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। পোস্টের নীচে ফর্মটি দেওয়া আছে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন।
স্টেপ-০২ - ফর্মটি পূরণ হয়ে গেলে তাতে নিজের যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে একটু মুখ বন্ধ খামে পুরে নেবেন।
স্টেপ-০৩- এরপর সেই খামের উপর APPLICATION FOR THE POST OF _____ Category UR/SC/ST/OBC/EWS/ESM/CPL WEIGHT PERCENTAGE ______ এগুলি লিখে পূরণ করতে হবে।
স্টেপ-০৪- এরপর খামটিকে রেজিস্টার পোস্টের মাধ্যমে Commandant GREF Centre, Dighi Camp, Pune- 411015 এই ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদন ফি- তোমাদের আবেদন ফি অনলাইনে পূরণ করতে হবে। এর জন্য খামটি রেজিস্ট্রার পোস্ট করার আগে পেমেন্ট করতে হবে তারপর পেমেন্টের রিসিভ তার সঙ্গে অ্যাটাচ করবেন। পেমেন্ট করতে হবে ব্যাংকের চালানের মাধ্যমে। নীচে পেমেন্টের লিংক দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। আবেদন ফি UR ও OBC প্রার্থীদের জন্য ৫০ টাকা বাকি প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ- ২৩ মে, ২০২২।
অফিসিয়াল নোটিশ- Click Here
ফর্ম ডাউনলোড- Click Here
পেমেন্ট করার জন্য- Click Here
নিয়োগকারী সংস্থা- Click Here