ECGC Limited Recruitment 2022 | Government Jobs in West Bengal
ECGC Limited এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে PO পদে নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই আবেদন করতে পারবেন।
পদের নাম- Probationary Officer (PO)।
শূন্যপদ- ৭৫ টি।
বয়স- ২১ - ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ।
বেতন কাঠামো- ৩২,৭৯৫ - ৬২,৩১৫ টাকা প্রতি মাসে।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করা যাবে। নীচে আবেদনের লিংক দেওয়া রয়েছে।
আবেদন মূল্য- UR/OBC/EWS - ৮৫০ টাকা এবং SC/ST/PWBD - ১৭৫ টাকা।
আবেদনের শেষ তারিখ- ২০ এপ্রিল, ২০২২।
আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ বিস্তারিতভাবে পড়ে নেবেন।
অফিসিয়াল নোটিশ- ডাউনলোড।
যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন- ক্লিক করুন।
Tags
সরকারি চাকরি