এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরত্বপূর্ন কেন


এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থের গুরুত্ব | Madhyamik history suggestion

বাংলা ভাষায় গদ্যরূপ নির্মাণে একটি গুরুত্বপূর্ন গ্রন্থ ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ( A Grammar of the Bengal Language )১৮৭৮ সালে ব্রিটিশ কোম্পানির কর্মচারী ব্রাসি হ্যালহেড এই গ্রন্থখানি প্রকাশ করেছিলেন। এটিই ছিল বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বই।


বাংলা ছাপাখানার জগতে এই গ্রন্থের ভূমিকা:

এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি মূলত ইংরেজি ভাষায় লেখা হলেও এতে বহু অক্ষর, বাক্যাংশ, শ্লোক সহ পদ্যাংশ ছাপা হয়েছিল বাংলা হরফে। এই গ্রন্থের মোট পৃষ্ঠার চারভাগের একভাগ অংশে উদাহরণরূপে বাংলা হরফ ব্যাবহার করা হয়েছিল। আর এভাবেই বাংলা মুদ্রণ তথা ছাপার কাজ শুরু হয়েছিল।

হ্যালহেড রচিত এই বইটিতে বাংলা মুদ্রণে কাঠের ব্লকের পরিবর্তে সর্বপ্রথম বিচল হরফ বা এককথায় বলতে গেলে 'মুভ এবল হরফ' এর ব্যাবহার করা হয়েছিল। আর এই পদ্ধতি বাংলা ছাপাখানার জগতে এক নতুন যুগের সূচনা করেছিল।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×