ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশ যোগ্যতায়

 


ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ | মাধ্যমিক পাশ যোগ্যতায় 

রাজ্যে ক্রেতা সুরক্ষা দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কত সমস্তকিছু বিস্তারিত দেওয়া হয়েছে নীচে।


পদের নাম- ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer)।

শূন্যপদ- ০৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে এবং স্টেনোগ্রাফিতে দক্ষ হতে হবে। সাথে কম্পিউটারে টাইপিং জানতে হবে।

বয়স- প্রার্থীকে নূন্যতম ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।

বেতন কাঠামো- প্রতি মাসে ১৫,০০০ টাকা।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য একটি নির্দিষ্ট বয়ানে ফর্ম পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটি বাই পোস্টের মাধ্যমে পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র যেখানে পাঠাবেন- President, District Consumer disputes Redressal Commission, Kolkata Unit-IV।

প্রার্থী নির্বাচন পদ্ধতি- ইন্টারিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ২৬.০৩.২০২২ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারিউ শুরু হবে সকাল ৯ : ৩০ মিনিট থেকে। 

ইন্টারভিউ যেখানে নেওয়া হবে- Ground floor of Kreta Suraksha Bhuvan, 11A, Mirza Ghalib street, Kolkata-700087।


অফিসিয়াল নোটিশ- Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×