রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকগুলিতে পিয়ন নিয়োগ | উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় | Punjab National Bank Recruitment 2022

Punjab National Bank Recruitment 2022  | PNB Recruitment 2022

রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। অনেকগুলি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন। 

পদের নাম- পিওন (Peon)।

শূন্যপদ- ৬৩ টি। যার মধ্যে - 

কলকাতা ও উত্তর ২৪ পরগনা- ১৩ টি।

পুরুলিয়া- ১০ টি।

দক্ষিণ ২৪ পরগনা- ১৫ টি।

হুগলি- ১৫ টি।

বাঁকুড়া- ১০ টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে।

বয়স- ১৮ - ২৪ বছর। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীকে একটি সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মটি একটি খামের মধ্যে পুরে তার উপর লিখতে হবে Application for the post of Peon in subordinate carde- 2021-22।

প্রয়োজনীয় ডকুমেন্টস- 

১. আঁধার কার্ড, ২. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ৩. বয়সের প্রমাণপত্র, ৪. পাসপোর্ট সাইজ ফটো, ৫. স্কুল লিভিং সার্টিফিকেট, ৬. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- 

কলকাতা ও উত্তর ২৪ পরগনা- The Dy Circle Head, HRD Department Punjab National Bank, Circle Office, Kolkata North 5th floor, Oriental Bank House, DD-11, Salt Lake, Sector-1, Kolkata- 700064।

দক্ষিণ ২৪ পরগনা- HR, Punjab National Bank, Circle Office, North 24 pargana Poddo Pukur Baruipur Kolkata- 700144।

পুরুলিয়া ও বাঁকুড়া- Deputy Circle Head, Punjab National Bank, Circle Office, Purulia, HRD Department, Sasadhar Ganguly RD, Rajabandhpara, Pin- 712201।

হুগলি- The Chief Manager, HRD Department, Circle Office Hoogly, 23A, Rai M.C. Lahiri Bahadur Street, Serampore, Hoogly- 712201। 

আবেদনের শেষ তারিখ- 

বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১৫ মার্চ, দক্ষিণ ২৪ পরগনা- ১১ মার্চ, হুগলি- ২১ মার্চ।

আরও বিস্তারিত জানার জন্য www.pnbIndia.in এই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×