Online work from home সুবিধেতে নিয়োগ বিজ্ঞপ্তি, কলকাতায়
পশ্চিমবঙ্গের Home Guru Private Institution এর তরফ থেকে নিয়োগের Notification জারি করা হয়েছে। নিয়োগ করা হবে Full Time/Part Time/Freelancing ভাবে। আবেদন করতে পারবেন Online ভাবেই। কোনোরকম আবেদন ফি লাগবে না। সারা ভারতজুড়ে আবেদন করা যাবে।
শুন্যপদ:
Teacher/Trainer(All Subject)
যে বিষয়গুলো পড়াতে হবে সেগুলো হল-
কাজের বিবরণ:
Employee হিসেবে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো হল,-
1) Online/ Offline ভাবে বিভিন্ন বিষয় পড়াতে হবে।
2) Students দের encourage/motivate/engage করে পড়ানো।
জরুরি দক্ষতা:
Teaching Experience থাকতে হবে কমপক্ষে 1 বছরের।
নিয়োগের স্থান:
Home Guru, Kolkata, West Bengal
বয়স:
এই পদে আবেদনের জন্য বয়সের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, কর্মবয়স শুরু হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন:
প্রতিমাসে বেতন হবে 10,000- 45,000 টাকার মধ্যে।
আবেদন পদ্ধতি:
অনলাইনে Official Websites এ গিয়ে আবেদন করতে পারবেন, নিচে Apply Now অপশনে click করে এক্ষুনি আবেদন করতে পারবেন।
*বেসরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ প্রযোজ্য হয়না, কেননা পদের চাহিদা মিটে গেলেই আবেদন গ্রহণ করা বন্ধ হয়ে যায়। তবুও কমবেশি প্রত্যেক Notification প্রকাশের 1 মাসের মধ্যে আবেদন করতে পারলে আবেদনপত্র গ্রহণে সম্ভাবনা বেশি থাকে! নিয়োগের এই Notification প্রকাশ হয়েছে 10/02/2022 তারিখ।
Apply Now- click here