work from home সুবিধেতে নিয়োগ বিজ্ঞপ্তি, কলকাতায়

Home Guru

Online work from home সুবিধেতে নিয়োগ বিজ্ঞপ্তি, কলকাতায় 

পশ্চিমবঙ্গের Home Guru Private Institution এর তরফ থেকে নিয়োগের Notification জারি করা হয়েছে। নিয়োগ করা হবে Full Time/Part Time/Freelancing ভাবে। আবেদন করতে পারবেন Online ভাবেই। কোনোরকম আবেদন ফি লাগবে না। সারা ভারতজুড়ে আবেদন করা যাবে।

শুন্যপদ:

Teacher/Trainer(All Subject)

যে বিষয়গুলো পড়াতে হবে সেগুলো হল- 

কাজের বিবরণ: 

Employee হিসেবে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো হল,-

1) Online/ Offline ভাবে বিভিন্ন বিষয় পড়াতে হবে।

2) Students দের encourage/motivate/engage করে পড়ানো।

জরুরি দক্ষতা: 

Teaching Experience থাকতে হবে কমপক্ষে 1 বছরের।

নিয়োগের স্থান: 

Home Guru, Kolkata, West Bengal

বয়স: 

এই পদে আবেদনের জন্য বয়সের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, কর্মবয়স শুরু হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন: 

প্রতিমাসে বেতন হবে 10,000- 45,000 টাকার মধ্যে।

আবেদন পদ্ধতি: 

অনলাইনে Official Websites এ গিয়ে আবেদন করতে পারবেন, নিচে Apply Now অপশনে click করে এক্ষুনি আবেদন করতে পারবেন।

*বেসরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ প্রযোজ্য হয়না, কেননা পদের চাহিদা মিটে গেলেই আবেদন গ্রহণ করা বন্ধ হয়ে যায়। তবুও কমবেশি প্রত্যেক Notification প্রকাশের 1 মাসের মধ্যে আবেদন করতে পারলে আবেদনপত্র গ্রহণে সম্ভাবনা বেশি থাকে! নিয়োগের এই Notification প্রকাশ হয়েছে 10/02/2022 তারিখ।

Apply Now- click here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×