Staff Car Driver এর শূন্য পদে 10th পাশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
Staf Car driver শূন্যপদে চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করার হবে । যে কোনো ভারতীয় নাগরিক এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আজ থেকেই অফলাইনে বাই পোষ্টের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শূন্যপদ:
Staff Car Driver- 29টি
(UR- 15, SC- 03, OBC- 08, EWS- 03)
বয়স:
বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে। বয়স হিসেব করবেন 01 জানুয়ারি 2022 তারিখ অনুসারে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।(OBC= 3years, SC/ST = 5years)
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ বা উচ্চ শিক্ষিত হলেও এই পদে আবেদন করা যাবে কিন্তু সে ক্ষেত্রেও মাধ্যমিক পাশ যোগ্যতাকেই বিবেচনা করা হবে। অবশ্যই গাড়ি চালানো জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে বাই পোস্ট করে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে একটি আবেদনপত্র যুক্ত করে দেওয়া আছে। সেই আবেদন পত্রটা প্রিন্ট করে ভালোভাবে পূরণ করে, জরুরী নথিপত্রগুলো যুক্ত করে নির্দিষ্ট একটি ঠিকানায় পাঠাতে হবে। যে ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে সেটি হল The Senior Manager, Mail Motor Service, C 121, Narayana Industrial Area, Phase 1, Naraina, New Delhi- 110028। আবেদন করার শেষ তারিখ 15/03/2022
আবেদনপত্রের সঙ্গে যা যা পাঠাতে হবে:
- বয়সের প্রমাণপত্র,
- মাধ্যমিক এর মার্কশিট ও সার্টিফিকেট,
- পাসপোর্ট সাইজ 2 টি ফটো,
- ড্রাইভিং লাইসেন্স এর জেরক্স,
- অভিজ্ঞতা থাকার শংসাপত্র।
Download Official Notification & Fomat - click here