রাজ্যে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ। ডিপ্লোমা পাশে আবেদন করতে পারবেন


 WBSETCL Recruitment 2022 | Free Govt Job Alert 

রাজ্যে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস পদে ট্রেনিং করানো হবে। অনেকগুলি শূন্যপদ এখানে রয়েছে। রাজ্যের যেকোনো জেলার যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন এই পোস্টের মাধ্যমে। নীচে আবেদনের লিংক দেওয়া রয়েছে।


১. পদের নাম- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Electrical)।

শূন্যপদ- ৪৬ টি।

শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা পাশ।

বেতন কাঠামো- প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়স- আবেদনের জন্য নূন্যতম ১৮ বছর হতে হবে।


২. পদের নাম- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (Electrical)।

শূন্যপদ- ১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

বেতন কাঠামো- প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়স- আবেদনের জন্য নূন্যতম ২২ বছর হতে হবে।


আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পূর্ন হলে নিজের সমন্ধে বিস্তারিত জানিয়ে অবশ্যই মেইল করতে হবে। মেইল করে যে জিনিসগুলি জানাবেন 



অফিসিয়াল নোটিশ- CLICK HERE

ইমেইল- wbsetclapprentice@gmail.com

আবেদন লিংক-

https://portal.mhrdnats.gov.in

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال

×