Free Govt Job Alert | Govt Job Alert 2022 | Govt Jobs Notification 2022
রাজ্যে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে একটি ট্রেনিং করানোর ব্যবস্থা করা হয়েছে। যেখানে মাধ্যমিক করলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন।
শূন্যপদ- ১০৪ টি।
Fitter- ৬৪ টি।
Electrician- ১৯ টি।
Machinist- ০৭ টি।
Welder- ০৭ টি।
Plumber- ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে ৫০% নম্বর পেয়ে থাকতে হবে। এর সঙ্গে প্রার্থী যে ট্রেডের জন্য ট্রেনিং নেবে তার ITI কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
বয়স- ১৫ - ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
মাইনে- ট্রেনিং চলাকালীন সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- প্রার্থীকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। নীচে রেজিস্ট্রেশন করার লিংক দেওয়া রয়েছে।
এরপর রেজিস্ট্রেশন হয়ে গেলে অফিসিয়াল নোটিশের সঙ্গে দুটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর ফর্মে নোটিফিকেশনে থাকা নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
অফিশিয়াল নোটিশ- CLICK HERE
রেজিস্ট্রেশন লিংক-
https://www.apprenticeshipindia.gov.in/
Tags
সরকারি চাকরি