স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব লেখ | মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion


স্থানীয় ইতিহাসচর্চা জরুরি কেন | মাধ্যমিক ইতিহাস সাজেশন | দশম শ্রেণী ইতিহাস সাজেশন | Class 10 History Suggestion


স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব:

১. স্থানীয় ইতিহাসচর্চায় দেশ বা ব্যাপক এলাকার পরিবর্তে ক্ষুদ্র এলাকাকে চিহ্নিত করে সেই স্থানের অন্বেষণ করা যায়। এছাড়া স্থানীয় ইতিহাসসমূহের সমন্বয়ে দেশের ইতিহাস গড়ে তোলার চেষ্টা করা হয়।


২. স্থানীয় ইতিহাস রচনাকালে সমাজের ক্ষুদ্র অংশকে তুলে ধরা হয়। কেননা এই ক্ষুদ্র ইতিহাসই ইতিহাসকে বৃহত্তর রূপ দিতে পারে। 


৩. স্থানীয় জনশ্রুতি, মিথ বা অতিকথা মৌখিক পরম্পরাকে ভিত্তি করে স্থানীয় ইতিহাস রচনা করা হয়। কারণ অনেক ক্ষেত্রেই স্থানীয় ইতিহাস ও অলিখিত থাকে এবং এজন্যই মৌখিক পরম্পরার উপর গুরুত্ব আরোপ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

World News

نموذج الاتصال

×