১. হর্ষচরিত এর রচয়িতা কে?
উঃ বানভট্ট।
২. গীতগোবিন্দ কে রচন করেন?
উঃ কবি জয়দেব।
৩. দীপঙ্কর শ্রীজ্ঞান কোথায় অধ্যাপনা করতেন ?
উঃ নালন্দা বিশ্ববিদ্যালয়।
৪. কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন?
উঃ রাজেন্দ্র চোল।
৫. চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ রাজেন্দ্র চোল।
৬. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কী?
উঃ দিব্য বা দিব্যক।
৭. পল্লব যুগের একটি বিখ্যাত মন্দিরের নাম লেখ?
উঃ কাঞ্চীপুরমের কৈলাসনাথ মন্দির
৮. অল-মাসুদি কোন দেশের পর্যটক ছিলেন?
উঃ আরবীয় পর্যটক।
৯. সূর্য মন্দির (কনার্ক) কোন রাজবংশের সময়ে প্রতিষ্ঠিত হয়?
উঃ পূর্ব গঙ্গ রাজবংশের সময়ে। নির্মাণ করেছিলেন রাজা প্রথম রাজসিংহ দেব।
১০. 'মন্ডলম' শব্দের অর্থ কি?
উঃ প্রদেশ।
১১. ত্রিপাক্ষিক যুদ্ধ কতদিন চলেছিল?
উঃ ২০০ বছর।
১২. 'দায়ভাগ' গ্রন্থ কে রচনা করেন?
উঃ জীমৃতবাহন।
১৩. গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন?
উঃ ১৭বার।
১৪. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ গোপাল।
১৫. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ ১১৯১ খ্রিঃ।