Madhyamik Bangla notes | WB Madhyamik Bengali Suggestion
Class 10 Bengali Suggestion: এই ব্লগে আমরা প্রথম অধ্যায়ের জ্ঞানচক্ষু চ্যাপ্টার থেকে যে সমস্ত বড় প্রশ্ন ও ১ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো
প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এখন বিভিন্ন অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হচ্ছে। এগুলি ভালো করে প্রাকটিস করবে। তোমাদের পরীক্ষার আগে ফাইনাল সাজেশনও আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হবে।
প্রথম অধ্যায়
জ্ঞানচক্ষু
এই অধ্যায় থেকে যেসব ১ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলি নীচে দেওয়া রইলো।
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন: (প্রশ্নের মান - ১)
১. জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
২. " কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল "- কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল?
৩. " এ বিষয়ে সন্দেহ ছিল তপনের "- কোন সন্দেহের কথা বলা হয়েছে?
৪. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়?
৫. রত্নের মূল্য কার কাছে?
৬. " এইসব মালমশলা নিয়ে আসবে "- কিসের কথা বলা হয়েছে?
৭. বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের?
৮. কেন তখন হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করেছিল?
ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (প্রশ্নের মান- ৩)
১." নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের " - কথাটির তাৎপর্য আলোচনা কর।
২. " লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় " - কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল?
৩. " পৃথিবীতে এমন আলোকিক ঘটনাও ঘটে " - কোন ঘটনার কথা বলা হয়েছে?
৪. " গভীরভাবে সংকল্প করে তখন " - তপন কি সংকল্প করে? তারা এরূপ সংকল্পের কারণ কি? (১+২)
৫. " ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে " - কোন কথা কীভাবে ছড়িয়ে পড়েছিল? (১+২)
রচনাধর্মী প্রশ্নোত্তর ( প্রশ্নের মান- ৫)
১. জ্ঞানচক্ষু গল্প তপনের অবলম্বনে ছোটোমাসির চরিত্র আলোচনা করো।
২. " তপনের নতুন মেসোমশাই একজন লেখক " - লেখক সম্পর্কে তপনের প্রাথমিক ধারণার পরিচয় দাও। মেসোমশাই কে দেখে কিভাবে সেই ধারণার পরিবর্তন হয়? (২+৩)
৩. " বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা " - কোন কথা বলা হয়েছে? ঘটনার বিবরণ দাও। (১+৪)
৪. " আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন " - কার কথা বলা হয়েছে? বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিনের কারণ কি? (১+৪)
[ প্রশ্নের উত্তর সংক্রান্ত সাহায্যের জন্য 8016425058 হোয়াটসঅ্যাপ করুন ]
প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা উপরের বড় প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আমাদের ওয়েবসাইটে ফাইনাল সাজেশন (WB Madhyamik Bengali Suggestion) দেওয়া হবে। তাই নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।